Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার ছাপিয়ে ফারিহার হ্যাটট্রিক

হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত ফারিহা। ছবি : ক্রিকইনফো
হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত ফারিহা। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ের স্বপ্ন হয়তো সত্যি হয়নি, তবে অর্জনের খাতায় দারুণ কীর্তি লেখা হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির শেষ ওভারে হ্যাটট্রিক করলেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে তৃতীয় হ্যাটট্রিক করলেন তিনি। 

শুধু তাই নয়, পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং তৃতীয় বোলার হিসেবে দুটো হ্যাটট্রিক করলেন ফারিহা। এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন। বাংলাদেশের হয়ে অপর হ্যাটট্রিক করা বোলার ফাহিমা খাতুন। ফারিহা ছাড়া উগান্ডা ও হংকংয়ের দুজনের টি-টোয়েন্টিতে দুটো করে হ্যাটট্রিক আছে।

মিরপুরে মঙ্গলবার ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফারিহা। তার হ্যাটট্রিকের পরও ৮ উইকেটে ১৬১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান বাংলাদেশ নারী দলের।

অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম ৩ ওভারে ১৩ রান দেওয়া ফারিহাকে শেষ ওভারের প্রথম বলে চার মারেন এলিস পেরি। চতুর্থ বলে  ওয়াইড লং ক্যাচ আউট হন তিনি। পরের বলে সোফি মলিনক্স ক্যাচ আউট হন পয়েন্টে। শেষ বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন বেথ মুনি।

রান তাড়ায় নেমে বাংলাদেশ গত ম্যাচের মতো প্রতিরোধ গড়তে পারেনি। প্রথম টি-টোয়েন্টিতে ফিফটি করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আউট হন মাত্র ১ রানে। সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার দিলারা আকতার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান স্বর্ণা আকতারের।

এই ম্যাচে হেরে ২-০ তে সিরিজ হারল বাংলাদেশ।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত