বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এখন নতুন পরিচয় যুব ও ক্রীড়ামন্ত্রী। তার মন্ত্রিত্ব নিশ্চিত হওয়ার পর থেকেই নতুন বিসিবি প্রধান কে হবেন সেই প্রশ্নে সরব বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের নাম ভাসছে চারিদিকে। মাশরাফির বক্তব্য পাওয়া যায়নি। তবে সাকিব জানিয়েছেন, বিসিবি সভাপতি হওয়ার সুযোগ তিনি লুফে নিবেন। শুধু তাই নয়, দায়িত্ব পেলে ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হবেন তিনি।
সাকিব জানেন বিসিবি সভাপতি হওয়ার প্রক্রিয়া বেশ লম্বা। নিয়ম অনুযায়ী আগে বিসিবি পরিচালক হয়ে এরপর নির্বাচনে জয়ী হতে হবে এবং সবশেষে জয়ী পরিচালকদের সম্মতিতে বিসিবি প্রধান হতে হয়। কিন্তু সাকিব এখন পর্যন্ত দুইবার বিসিবি প্রধান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সবশেষ বাংলা টাইগার্সের একটি সাক্ষাৎকারে এমনটা বলেন সাকিব। আবুধাবিতে হওয়া টি-টেন লিগে সাকিব গত আসরে খেলেছিলেন দলটির হয়ে। এবারও দলটির জার্সিতে খেলার কথা ছিল তার। কিন্তু আঙুলের ইনজুরি বাধা হওয়ায় পারেননি। তবে ডিসেম্বরের শুরুতে বাংলা টাইগার্স ক্রিকেটারদের চাঙ্গা করতে দুবাই ছিলেন সাকিব।
ওই সফরে সাকিবের একটি ভিডিও সাক্ষাৎকার নেয় বাংলা টাইগার্স। যেখানে সাকিব বলেন, ‘‘আমি অবশ্যই নিজেকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাইব। আমি জানি না (হবে কিনা), তবে কখনও এই সুযোগ আসলে হাতছাড়া করবো না।”
ইতিহাসে সেরা বিসিবি সভাপতি হওয়ার বিশ্বাস রাখেন সাকিব, ‘‘বর্তমান সভাপতি পাপন ভাই দেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। উনার অর্জন ছোট করে দেখার কিছু নেই। কিন্তু আমি যদি সুযোগ পাই, আমি বিসিবির ইতিহাসে সেরা সভাপতি হবো।’’
‘‘এটা আমার বিশ্বাস, এই বিশ্বাসটা যদি আমি না রাখি তাহলে সেরা কীভাবে হবো। কিন্তু এর উল্টোটাও হতে পারে। এখন মনে হচ্ছে অনেক কিছু করতে পারব কিন্তু দেখা গেল জায়গায় যাওয়ার পর কিছু করতে পারলাম না- এমনও হতে পারে। কিন্তু বিশ্বাসটা রাখতে হবে।’’
তাই বলে আগের সভাপতিদের কাজ ছোট করে দেখছেন না সাকিব, ‘‘এর মানে এই নয় যে আমি আগে যারা ছিলেন তাদের ছোট করে দেখছি। পাপন ভাই, তার আগে কামাল (আ হ ম মোস্তফা কামাল) ভাইরা অনেক ভালো কাজ করেছেন। না হলে দেশের ক্রিকেট এতদূর এগোতো না। এখন অনেক সমালোচনাই করা যায়, কিন্তু তাদের জায়গায় গেলে বোঝা যাবে আসলে তারা কতটা সফল।’’