শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না চন্ডিকা হাথুরুসিংহে। ব্যক্তিগত প্রয়োজনে অস্ট্রেলিয়া ফিরছেন তিনি। বুধবার দুপুরে এক বিবৃতিতে এ ব্যাপারে নিশ্চিত করেছে বিসিবি।
ছুটি মঞ্জুর হলেও হাথুরু কবে ফিরবেন তা জানায়নি বিসিবি। এই সিরিজের পর এপ্রিলের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু হবে। ওই সময়ের আগে হাথুরু আসবেন কিনা তা নিশ্চিত করে জানায়নি বিসিবি।
টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে থেকে চট্টগ্রামে নামবে বাংলাদেশ। টেস্ট শুরু হওয়ার আর দুই দিন বাকি। এমন অবস্থায় দল ছেড়ে কোচের চলে যাওয়া নাজমুল হোসেন শান্তদের জন্য একটু ধাক্কা। টেস্টের একাদশ সাজানো থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে চাপ নিতে হবে শান্তকে।
অবশ্য সিরিজের শেষ টেস্টে একেবারে হেড কোচ শূন্য হচ্ছে না বাংলাদেশ। হাথুরুর পরিবর্তে ওই দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস। ছুটির সময়টিতে হাথুরুকে পরিপূর্ণ একান্ত সময় দেয়ার ব্যাপারটিও জানিয়েছে বিসিবি।
গত নিউজিল্যান্ড সফর শেষে লম্বা ছুটিতে ছিলেন হেড কোচ। ২০ জানুয়ারি ফেরার কথা থাকলেও ছুটি বাড়িয়ে কোচ ফিরেছিলেন এক মাস পর ২২ ফেব্রুয়ারি।