লিস্ট “এ” মর্যাদা পাওয়ার পর নবম ঢাকা প্রিমিয়ার লিগের পর্দা উঠবে ১১ মার্চ রমযান মাসের প্রথম দিন। উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড মাঠে নামছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ এবারের লিগে উন্নীত পারটেক্স স্পোর্টিং ক্লাব। বুধবার বিসিবির বিবৃতিতে এবারের আসরের প্রথম তিন রাউন্ডের সূচি ঘোষণা করা হয়।
একই দিন বিকেএসপিতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন লেফট. শেখ জামাল ধানমন্ডী ক্লাব মুখোমুখি হবে অপর উন্নীত দল গাজী গ্রুপ ক্রিকেটারসের। ফতুল্লায় অপর ম্যাচে লড়বে প্রাইম ব্যাংক লিমিটেড ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন ১২ মার্চ মাঠে নামবে ঢাকা মোহামেডান। বিকেএসপি ৪ নম্বর মাঠে তাদের প্রতিপক্ষ সহজ দল সিটি ক্লাব। মিরপুরে লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপি ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্স খেলবে।
চলতি আসরে ১২ দলের কেউই বিদেশি ক্রিকেটার খেলাতে পারছে না। দেশি ক্রিকেটারদের নিয়ে জমজমাট আসরের আশাবাদ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের। সে হিসেবে এবারও চ্যাম্পিয়ন দল গড়েছে আবাহনী। আফিফ-মোসাদ্দেক-নাজমুল হোসেন শান্তদের সঙ্গে এবার যোগ দিয়েছেন তাওহিদ হৃদয়-শরিফুল ইসলাম-খালেদ আহমেদরা।
শক্তি বাড়িয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। নুরুল হাসান সোহানের দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তার সঙ্গে ইয়াসির আলি রাব্বি ও পেসার রিপন মন্ডলও আছেন এই দলে। এ দুই ক্রিকেটারকে পুরো মৌসুম পেলেও সাকিবকে হয়তো সুপার লিগের আগে পাওয়ার সম্ভাবনা নেই শেখ জামালের।
টুর্নামন্টের নিয়ম অনুযায়ী রাউন্ড রবিন পর্ব থেকে পয়েন্ট তালিকায় ১২ দলের মধ্যে শীর্ষ ৬ দল খেলবে সুপার লিগে। রাউন্ড রবিন ও সুপার লিগের মোট পয়েন্টে সেরা দল হবে চ্যাম্পিয়ন। আর লিগ তালিকায় শেষ তিন দলকে নিয়ে হবে রেলিগেশন লিগ। সেখান থেকে তালিকার শীর্ষ দল টিকবে প্রিমিয়ার লিগে বাকি দুই দল নেমে যাবে প্রথম বিভাগে।