ফারুক আহমেদের ওপর অনাস্থা প্রকাশ করে সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বিসিবি পরিচালকরা। এতে বোর্ডে ফারুক আহমেদের সময় আর দীর্ঘায়িত না হওয়ারই পথ তৈরি হয়েছে।
বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে আলোচনায় বসেন ফারুক আহমেদ। সেখানে তাকে জানিয়ে দেওয়া হয় মন্ত্রণালয় তাকে আর চাইছে না তিনি যেন পদত্যাগ করেন। কিন্তু ফারুক আহমেদ পদত্যাগ করতে নারাজ।
এই ঘটনার পরপর বিসিবির ৮ পরিচালক বর্তমান সভাপতির ওপর অনাস্থা প্রকাশ করেন। কেবল আকরাম খান সেই চিঠিতে স্বাক্ষর করেননি। সেই চিঠি পাঠানো হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে। সেখানে নাজমুল আবেদীন ফাহিম, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব আনাম, মঞ্জুরুল আলম, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, সালাউদ্দিন চৌধুরী স্বাক্ষর করেছেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে একজন পরিচালক সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “হ্যা আমরা স্বাক্ষর করেছি। কারণ এখন পর্যন্ত উনি (ফারুক আহমেদ) নিজের মতো করে কাজ করতে চাইছেন। বোর্ড মিটিং হয় না, কোন আলোচনা হয় না। এছাড়া অর্থ অন্য ব্যাংকে রাখা, বিপিএলে পছন্দের দল নেওযার বিষয়গুলোও আছে। এসবের দায় কার ওপর পড়ে, বিসিবি মানে আমাদের ওপরই তো! তাই আমরা অনাস্থাপত্রে সই করেছি।”
ফারুকের ওপর বাকি পরিচালকরা অনাস্থা প্রকাশ করায় এই সভাপতির পদত্যাগ করা বা সরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে। পরবর্তীতে তাহলে কি হবে সেটা জানতে চাইলে ওই পরিচালক বলেছেন, “পরবর্তী কি হবে সেটার ব্যাপারে আমরা এখনও জানি না। (আমিনুল ইসলাম) বুলবুল এসেছে কিন্তু তার সঙ্গে আমার কথা হয়নি। নির্বাচন কীভাবে হবে তাও জানি না। এনএসসি কি বলে সেটার অপেক্ষা করতে হবে। তবে এটা ঠিক বিসিবিতে এখন ক্রিকেট ছাড়া বাকি সবই তো হচ্ছে।”
এর আগে গতকাল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ফারুক। তারপর থেকেই বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের জোর গুঞ্জন চলছে। এনিয়ে দিনভর নাটক চলেছে।
বৃহস্পতিবার সকালের দিকে ফারুক নিজের অবস্থান নিয়ে বলেছেন, ‘আমি তো আর যেচে চেয়ারে বসিনি, আপনাদের অনুরোধেই এসেছি। বিনা কারণে পদত্যাগ করাটা নিজের ব্যর্থতা স্বীকার করার মতো। ফলে আমি পদত্যাগ করছি না।’
ফারুককে সরিয়ে দিয়ে বিসিবি সভাপতি হিসেবে আলোচনায় আছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম। তিনি নিজেও বোর্ড সভাপতি হতে প্রস্তুত আছেন। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় ফারুক পদত্যাগ করলে তার স্থলাষিভিক্ত হবেন বুলবুল। যদিও মাঠের বাইরের এই ‘খেলা’ কবে কোথায় শেষ হবে, সেটি নিয়ে বড় প্রশ্ন রয়েই যাচ্ছে!