বোলারদের জন্য কঠিন হয়ে ওঠা দিনটিতে চা বিরতির আগে স্বস্তি দিলেন হাসান মাহমুদ। অভিষেক টেস্টে উইকেট নিলেন এই তরুণ। ৮৬ রান করা দিমুথ করুনারত্নেকে বোল্ড করে টেস্টে উইকেটের শুরু পেলেন। হাসানের সাফল্যে ভাঙল শ্রীলঙ্কার ১১৪ রানের জুটি।
২ উইকেটে ২১৪ রান নিয়ে চা বিরতিতে যায় লঙ্কানরা। কুশল মেন্ডিস ৬৫ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ১ রানে অপরাজিত।
দিনের শুরুতে নতুন বল হাতে স্মরণীয় টেস্ট অভিষেক পাওয়ার কথা ছিল তার। নিজের তৃতীয় ওভারে নিশান মাদুশকাকে আউট করার সুযোগ তৈরি করেন। কিন্তু স্লিপে ক্যাচ ফেলেন মাহমুদুল হাসান জয়। পরে দলীয় ২২তম ওভারে আরও একটি সুযোগ তৈরি করেন হাসান। এবার দিমুথ করুনারত্নের ক্যাচ মিস করেন সাকিব আল হাসান।
দুই ওপেনারকে আউট করতে না পারার আক্ষেপ হয়ত জেঁকে ধরেছিল হাসানকে। তাই লাঞ্চের পর প্রথম ওভারে সুযোগ পেয়ে আর ফিল্ডারদের ভরসায় থাকলেন না। পঞ্চম স্ট্যাম্পে একটু কম গতির বলে ভুল করতে বাধ্য করেন করুনারত্নেকে। ড্রাইভ করার চেষ্টা করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন অভিজ্ঞ ওপেনার।
হাসানের এ উইকেটের আগে রান উর্বরা চট্টগ্রামের উইকেটে বোলারদের কঠিন সময় কাটছিল। প্রথম সেশনে ফিল্ডারদের ব্যর্থতায় কোন উইকেট মেলেনি। দ্বিতীয় সেশনের শুরুতে একটি উইকেট এসেছে রান আউটের সুবাদে। হাসান ও লিটনের মিলিত চেষ্টায় আউট হন ৫৭ রান করা মাদুশকা।
কাভারে বল ঠেলে সিঙ্গেল নেন করুনারত্নে। কিন্তু অপরপ্রান্তের ব্যাটার মাদুশকা দুই রান নিতে দৌড় দেন। করুনারত্নে প্রস্তুত না থাকায় মাঝ উইকেটে এসে আবার ফিরতে হয় মাদুশকাকে। ততক্ষণে বাউন্ডারী লাইন থেকে হাসানের থ্রো থেকে স্ট্যাম্প ভাঙেন লিটন। লাফিয়ে পড়েও শেষরক্ষা হয়নি মাদুশকার।