অস্ট্রেলিয়ায় পাকিস্তান “এ” দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে ভালো অবস্থানে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ম্যাচের দ্বিতীয় দিন শেষে এইচপি দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের লিগ নিয়েছে।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৫৮ রান তোলে এইচপি। পরে পাকিস্তান “এ” দলকে খুব বেশি স্কোর গড়তে দেননি বোলাররা। পেসারদের তোপে মাত্র ১৭৯ রানে অলআউট হয় প্রতিপক্ষ। তাতে ৭৯ রানের লিড পায় এইচপি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৮৪ রান তুলেছে সফরকারীরা। আগের ইনিংসে হাফসেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় এই ইনিংসেও রান পেয়েছেন। অধিনায়কের ব্যাটে ৭৮ বলে ৭ চারে এসেছে ৩৯ রান। তাতে পাকিস্তান “এ” দলকে ভালো স্কোর দেওয়ার পথেই আছে এইচপি।
পাকিস্তানকে এই ম্যাচে অল্প রানে বেঁধে ফেলেছেন দুই পেসার। রিপন মন্ডল আগের দিন নিয়েছিলেন ২ উইকেট। সঙ্গে দ্বিতীয় দিন নিয়েছেন আরও দুটি শিকার। এছাড়া অপর পেসার রেজাউর রহমান রাজা নিয়েছেন ৩ উইকেট। স্পিনার হাসান মুরাদ নেন ২টি। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৬৭ রান করা পাকিস্তান “এ” দল এবার তাই বড় স্কোর পায়নি।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ইনিংসের শুরুতেই নেমেছেন জয়। প্রথম ইনিংসে নেমেছিলেন তিনে। ওপেন করতে নেমে দায়িত্বটা ভালোই পার করছেন ৩৯ রানে অপরাজিত থেকে। প্রথম উইকেটে সুবিধা করতে না পারা এইচপি দ্বিতীয় ইনিংসে ৫৭ রানের জুটি গড়ে জয় ও অমিত হাসানের ব্যাটে। অমিত ২৫ রানে ফিরলে এই জুটি থামে।
নাইটওয়াচম্যান মুরাদ মাত্র ৭ বল টেকার পর আর ঝুঁকি নেয়নি এইচপি। ব্যাটার আইচ মোল্লা দিন শেষে ৮ রানে অপরাজিত ছিলেন জয়ের সঙ্গে।