ব্যাটে রান পাচ্ছেন না লিটন দাস। জাতীয় দলের একাদশে জায়গা পেতে হলে পারফরম্যান্সের বিকল্প নেই। যে কারণে ক্যারিয়ারে প্রথমবার শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন লিটন। ফর্মহীনতা, দল থেকে বাদ পড়া- সব মিলিয়ে ক্রিকেটীয় কারণেই চাপে পড়ার কথা লিটন দাসের।
কিন্তু জাতীয় দলের আপৎকালীন হেড কোচ নিক পোথাস তা মানতে নারাজ। এই কোচ বলছেন লিটন চাপে পড়ছেন ক্রিকেটের বাইরে থেকে। এই ক্রিকেটারের ওপর সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম চাপ বাড়াচ্ছে বলে মনে করেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে লিটনকে নিজের মতো খেলতে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোথাস, “ওর (লিটন) সঙ্গে আমার কথা হয়েছে। লিটন খুব ভালো অবস্থায় আছে। ওকে নিয়ে যে সমস্যাগুলোর মুখোমুখি আমরা হচ্ছি বা যে চাপটা তার ওপর আসছে, তা বাইরে থেকে। আমরা যদি লিটনকে ওর মতো থাকতে দেই তবে সে তার সেরাটা দেখাতে পারবে।”
ফর্মহীনতা খেলারই অংশ। সব ক্রিকেটারকেই এমন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। লিটন সেই সময়টা পার করছেন গত বিশ্বকাপের পর থেকে।
পোথাস এই সময়ে লিটনের পাশে থাকার আহ্বান জানালেন সবাইকে, “সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যমে মানুষ যদি ওর পেছনে শুধু লেগেই থাকে তাহলে হবে না। আমরা ভুলে যাই যে, ওরা খুব যোগ্য ক্রিকেটার এবং টেলিভিশনে ওদের খেলা দেখানো হয় ওই পর্যায়ে যোগ্যতা দিয়েই তারা এসেছে। দিনশেষে ওরাও মানুষ এবং আমরা যদি ওদেরকে সেভাবে দেখি এবং সেভাবে চলতে দেই তাহলে অবশ্যই সে তার প্রতিদান দিবে।”