Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

ভবিষ্যত মাথায় রেখে ক্রিকেটারদের কম শাস্তি দিল বিসিবি

২৬ অক্টোবর মেঘনা ব্যাংক তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছিল। ছবি : বিসিবি
২৬ অক্টোবর মেঘনা ব্যাংক তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছিল। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

তৃতীয় বিভাগ ক্রিকেটে গত সপ্তাহে একটি ম্যাচে মাঠেই দুই ক্লাব মারামারিতে জড়িয়ে পড়ে। সেই ঘটনায় শৃঙ্খলা প্রশ্নে বেশ নড়েচড়ে বসে বিসিবি। আচরণবিধির ২.১৯ ধারার চতুর্থ লেভেলের অপরাধ করায় বড় শাস্তি পেতে হতো ক্রিকেটারদের।

তবে বিপত্তি বাঁধে উক্ত ক্রিকেটারদের খেলার ভবিষ্যত। তৃতীয় বিভাগের ক্রিকেট থেকেই নিষিদ্ধ হলে এগিয়ে যাওয়ার সুযোগও থাকবে না তাদের। ক্রিকেটারদের ভবিষ্যতের কথা চিন্তা করেই খুব বড় শাস্তি আরোপ করেনি বিসিবি।

এমন অপরাধের জন্য সাধারণত আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয়। তবুও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কমিটি চারজনকে তিন বছর ও পাঁচজনকে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থ জরিমানার সুপারিশ করে।

কিন্তু সিসিডিএম সে পথেও হাঁটেনি। তেজগাঁও ক্রিকেট ক্লাব ও সাফফির ক্রিকেট ক্লাবের এক কর্মকর্তাসহ মোট আট ক্রিকেটারকেই সমান এক বছর করে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে।

এ ব্যাপারে সিসিডিএম সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জ্মান সকাল সন্ধ্যাকে বলেছেন, “আমি আগেই বলেছিলাম এ বিষয়টি নিয়ে পুরো বিসিবি দুশ্চিন্তায়। কারণ ঘটনা অনেক বড় ছিল। আর ক্রিকেটারদের দিকটাও দেখতে হয়। তাই আমরা খুব কঠোর শাস্তি দেইনি। এক বছর করে শাস্তি দেওয়ায় শৃঙ্খলার জন্য উদাহরণ রাখা হয়েছে। পাশাপাশি তাদের খেলায় ফেরার ব্যবস্থাও রাখা হয়েছে।”

তৃতীয় বিভাগের এমন ঘটনার কারণে লিগটিতে একটু কালিমা পড়েছে। তবে মারামারির ঘটনার চেয়েও বড় দাগ পড়ে যাচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে। উঠেছে ম্যাচ গড়াপেটার অভিযোগ। ওই অভিযোগের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে বিসিবি আকসু। এ ব্যাপারে অবশ্য এখনই কিছু বলতে চাইলেন না মাসুদুজ্জামান। নিশ্চিত কিছু পাওয়া গেলে তবেই ক্লাবগুলোর নাম ও গড়াপেটার ঘটনা জানাবেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত