Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বিপিএলে বিদেশি খেলোয়াড়দের সব দায়িত্ব বিসিবির

bpl-9
[publishpress_authors_box]

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বারবার একটা কথাই বলেছিলেন- এবার ‘নতুন বিপিএল’ দেখা যাবে। ‘নতুন’ বলতে তিনি বিপিএলের উন্নতি বুঝিয়েছিলেন। রান ও দর্শকের বিচারে সেই উন্নতি চোখে পড়েছে। তবে বিতর্ক পিছু ছাড়েনি। এবার পারিশ্রমিক ইস্যুতে নতুন কেলেঙ্কারি হয়েছে। বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় খেলা পর্যন্ত বন্ধ রেখেছেন। ভবিষ্যতে যেন এমন ঘটনা না হয়, সেই লক্ষ্যে বিদেশি ক্রিকেটারদের সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বিদেশি ছাড়া তাদের মাঠেও নামতে হয়েছিল। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। সামনের বিপিএল থেকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা যাতে না ঘটে, সেজন্য এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারের দায়িত্ব নেবে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। বিপিএল নিয়ে বিসিবি তিন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমটিতে বলা হয়েছে, বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা করবে বিসিবি। বিপিএল ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফি’র অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব নেবে সংস্থাটি।

দ্বিতীয়ত, সার্বিক লজিস্টিক্যাল সহায়তা করবে বিসিবি। বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের গন্তব্যে পৌঁছানোর সব দায়িত্বও তাদের।

তৃতীয়ত, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নততর করার উদ্যোগ নিয়েছে বিসিবি। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত করতে আরও নিয়ন্ত্রিত আর্থিক প্রটোকল প্রতিষ্ঠা করার কথা জানিয়েছে তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত