Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মুশফিকের চোটে কপাল খুলল হৃদয়ের

হৃদয় ২
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে সুযোগ হল তাওহিদ হৃদয়ের। মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় তার বদলে প্রথম বারের মতো সাদা পোষাকে জাতীয় দলে সুযোগ হল তার। এই সুযোগে টেস্ট অভিষেক হওয়ার জোড় সম্ভাবনা আছে ৩০ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলা হৃদয়ের।

২০২৩ সালে জাতীয় দলে মুশফিকুর রহিমের বদলি হিসেবে নেয়া হয় হৃদয়কে। মুশফিকের ব্যাটিং পজিশনেই খেলেছেন তিনি। টানা এক বছর ব্যাট হাতে দারুণ করে দলে থিতু করেছেন নিজেকে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখন হৃদয় অপরিহার্য নাম। এবার টেস্টেও একই চ্যালেঞ্জ জয়ের পালা হৃদয়ের।

রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা হৃদয় লঙ্গার ভার্সনেও সফল। ১৪ ম্যাচে ২০ ইনিংসে ৯১৩ রান করেছেন ৪৮ গড়ে। আছে তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটি। লম্বা ফরম্যাটে সর্বোচ্চ ২১৭ রান আছে হৃদয়ের।

শ্রীলঙ্কার বিপক্ষে ২২ মার্চ সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।

টেস্ট দল : নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, তাওহিদ হৃদয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত