Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

৫ দিন আগেই পাকিস্তানে দল পাঠানোর চেষ্টা বিসিবির

বাংলাদেশ
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

দেশে চলমান পরিস্থিতির কারণে ব্যস্ত সূচি থাকলেও অনুশীলন করতে পারছেন না। অথচ আর ক’দিন বাদেই টেস্ট চ্যাম্পিয়নশীপের গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তরা। অনুশীলন করতে না পারার ক্ষতি পুষিয়ে নিতে তাই আগে ভাগেই পাকিস্তানে জাতীয় দল পাঠানোর চেষ্টা করছে বিসিবি।

ক্রিকেটারদের পাকিস্তান যাওয়ার পূর্বনির্ধারিত তারিখ ছিল ১৭ আগস্ট। তবে দেশে অনুশীলনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগেভাগে দেশ ছাড়ার প্রশ্ন ওঠে। দুই দিন আগেই সকাল সন্ধ্যাকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন অনুশীলনের কথা মাথায় রেখে কিছুদিন আগে পাকিস্তান যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তা নির্দিষ্ট হতে চলেছে শনিবার। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেই বিসিবির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশে বাংলাদেশ ক্রিকেটাররা ভালো ভাবে অনুশীলন করতে পারছেন না বলে পিসিবি ১৭ আগস্টের আগে শান্তদের পাকিস্তান যাওয়ার আমন্ত্রণ জানায়।

সেই সুযোগটাই নিচ্ছে বিসিবি। তাই ১৭ আগস্টের পরিবর্তে বাংলাদেশ দল পাকিস্তানের বিমান ধরছে ১২ আগস্ট। বিসিবি সূত্র সকাল সন্ধ্যাকে জানিয়েছে, “অনুশীলনের ক্ষতি পুষিয়ে নিতে আমরা ১২ আগস্ট দল পাঠানোর সব চেষ্টা করছি। কিছু কাজ বাকি, ওগুলো সম্পূর্ণ হলে নিশ্চিত হবে।”

“কিছু কাজ” বলতে পুরো দলের জন্য বিমান টিকিট নিশ্চিত করার ব্যাপার আছে। ১২ তারিখ পাকিস্তান যেতে চাইলে বিসিবির হাতে সময় আছে আর দুদিন। আজকের মধ্যে বিমান টিকিট নিশ্চিত করে সবার মানসিক প্রস্তুতি নেওয়ার বিষয় আছে। আর পাকিস্তান সিরিজের দল ঘোষণা করা হবে আগামীকাল রোববার।

বাংলাদেশে ক্রিকেটাররা গত কয়েক দিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন। “এ” দলের সঙ্গে অনুশীলন করেছিলেন এতদিন। কিন্তু এখন “এ” দলও পাকিস্তানে। তাই অনুশীলনের সুবিধা কমে গেছে। এছাড়া জাতীয় দলের কোচরাও নিরাপত্তার ইস্যুতে ঘরবন্দী হয়ে আছেন।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত