Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ-চায়না চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম

Bccci-President
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন লিটল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে তিনি সংগঠনটির উপদেষ্টা ও আর্বিট্রেশন কমিটির চেয়ারম্যান ছিলেন।

গত রবিবার ঢাকার গুলশান ক্লাবের রজনীগন্ধা হলে বিসিসিসিআইর ১৩তম নির্বাহী কমিটির বৈঠকে খোরশেদ আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন সংগঠনটির সদস্যরা।

বিসিসিসিআইর সভাপতি ছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মুর্তজা।

আওয়ামী লীগ সরকার পতনের পর গোলাম মুর্তজার অনুপস্থিতিতে বিসিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে খোরশেদ আলম মনোনীত হয়েছেন বলে সম্প্রতি সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বস্ত্র খাতের শিল্প প্রতিষ্ঠান লিটল গ্রুপের চেয়ারম্যান ও ইনটিমেট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম আরও কয়েকটি ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

তিনি বস্ত্র খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক এবং সংগঠনটির লোকাল স্পিনিং উইভিং, ডায়িং অ্যান্ড প্রসেসিং সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

ডাচ-বাংলা ব্যাংকের সাবেক পরিচালক খোরশেদ আলম আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে কাজ করে বিসিসিসিআই। ২০০৩ সালে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৭০০। এর মধ্যে চীনা উদ্যোক্তা ব্যবসায়ী রয়েছেন ৫০০ জন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত