ভারত প্রথম বৈশ্বিক ট্রফি জিতেছিল ১৯৮৩ সালে। কপিল দেবের নেতৃত্বধীন দল জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ। এর পুরস্কার হিসেবে বিশ্বজয়ী দলের প্রত্যেক ক্রিকেটারকে দেওয়া হয় মাত্র ২৫ হাজার টাকা করে। তখন বিসিসিআই জানিয়ে দিয়েছিল, এর বেশি দিতে তারা অপারগ।
খবরটা জানতে পেরে এগিয়ে আসেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। বিশ্বজয়ীদের সম্মানে একটি কনসার্টের আয়োজন করেন তিনি। সেই কনসার্ট থেকে ক্রিকেটারদের দেওয়া হয় ১ লক্ষ রুপি করে।
এবার রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিসিসিআই ঘোষণা করেছে ১২৫ কোটি রুপি পুরস্কার। এই টাকার কে কত পাবেন? সফরকারী দলে সব মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন। ক্রিকেটার, কোচিং স্টাফ, মিডিয়া অফিসার, ভিডিও বিশ্লেষণকারী দলও ছিল। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কে কত পাচ্ছেন।
১৫ ক্রিকেটারের সবাই পাবেন ৫ কোটি রুপি করে। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাচ্ছেন ৫ কোটি রুপি। রিজার্ভ ক্রিকেটার রিংকু সিং, শুভমান গিল, আবেশ খান ও খলিল আহমেদরা পাবেন ১ কোটি রুপি করে।
ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলিপ, বোলিং কোচ পরশ মামব্রে পাবেন আড়াই কোটি রুপি করে। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সবাই পাবেন ১ কোটি রুপি করে।.
তিনজন ফিজিও, তিনজন থ্রোডাউন স্পেশালিস্ট, দুজন মালিশকারী আর স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ পাবেন ২ কোটি রুপি করে। ভিডিও অ্যানালিস্ট, মিডিয়া অফিসারসহ বিসিসিআইয়ের স্টাফরাও পাবেন মোটা অঙ্কের টাকা।