Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

রোমাঞ্চকর টেস্টে জিম্বাবুয়েকে হারাল আয়ারল্যান্ড

নিজেদের মাটিতে প্রথম টেস্ট জিতল আয়ারল্যান্ড। ছবি : এক্স
নিজেদের মাটিতে প্রথম টেস্ট জিতল আয়ারল্যান্ড। ছবি : এক্স
[publishpress_authors_box]

২০০৫ সাল থেকে ২০১১ পর্যন্ত টেস্ট খেলেনি জিম্বাবুয়ে। এরপর টেস্টে ফিরলেও এই ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলেনি তারা। ২০২১ সালের পর যেমন খেলেছে কেবল ৩ টেস্ট। এর দুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি গত ২৫ জুলাই থেকে বেলফাস্টে আয়ারল্যান্ডের সঙ্গে।

আইরিশদের সঙ্গে সেই টেস্টে হেরে গেছে জিম্বাবুয়ে। তাদেরকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২১০ আর দ্বিতীয় ইনিংসে করেছিল ১৯৭ রান। জবাবে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৫০ রানে। জয়ের লক্ষ্যটা ১৫৮ রান। সেটা ৬ উইকেট হারিয়ে তুলে নিয়েছে আইরিশরা।

তৃতীয় দিন ৪ ওভারের স্পেলে ৪ উইকেট নেন এনগারাভা।

আয়ারল্যান্ডের টপ অর্ডাররা ব্যর্থ হলে দ্বিতীয় ইনিংসে হাল ধরেন মিডল অর্ডারে খেলতে নামা উইকেটকিপার লরকান টাকার। তিনি করেন দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান। এরপর অ্যান্ডি ম্যাকব্রায়ান ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের রিচার্ড নাগারাভা এই ইনিংসে নেন ৪ উইকেট।

দ্বিতীয় দিন উইকেট গিয়েছিল ১৫টি। ক্যাচও পড়েছিল ৬টি। রিচার্ড এনগারাভা এর আগে ৪ টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট। ২৬ বছর বয়সী এই পেসার বেলফাস্টে নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারের স্পেলে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

জিম্বাবুয়ে সবশেষ টেস্ট জিতেছিল ২০২১ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে। এরপর এবার ‍সুবাস পেতে পেতেও হাতছাড়া হয়েছে তাদের জয়। আয়ারল্যান্ড পেয়েছে ঐতিহাসিক জয়। নিজেদের মাটিতে এটিই আইরিশদের প্রথম জয়। জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথমবার টেস্ট খেলে জিতল তারা। সবমিলিয়ে টেস্টে এ নিয়ে দ্বিতীয় জয় পেল আয়ারল্যান্ড।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত