Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

বলবয়কে ব্ল্যাঙ্কেট দিয়ে হৃদয় জিতলেন বেলিংহাম

CgAGVmWZ9uGAeyBHAACCWeSaalM919.jpg
[publishpress_authors_box]

স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব আরানদিনা। শক্তি-সামর্থ্যে তাদের চেয়ে যোজন যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। এমন দলের বিপক্ষে কোপা দেল রের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জুড বেলিংহামসহ একাধিক তারকাকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ কার্লো আনচেলোত্তি।
৩-১ গোলের সহজ জয়ে শেষ ষোল নিশ্চিত করে ফেলেছে রিয়াল। গোল করেছেন হোসেলু, ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো। একই রাতে আরেক ম্যাচে লা লিগার দ্বিতীয় স্থানে জিরোনা ২-১ গোলে হারিয়েছে এলচেকে। আর অ্যাতলেতিকো মাদ্রিদ ৩-১ গোলে হারায় লুগোকে।
রিয়ালের সহজ জয়ের রাতে মাঠে না নেমেও হৃদয় জিতেছেন বেলিংহাম। শীতের রাতে এক বলবয়কে ঠান্ডায় কাতরাতে দেখছিলেন তিনি। তখন আর চুপ করে বসে থাকতে পারেননি ডাগআউটে। সেই বলবয়কে ডেকে গায়ে জড়িয়ে দেন নিজের ব্ল্যাঙ্কেট।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসায় ভাসছেন বেলিংহাম। এই মৌসুমে ২২ ম্যাচে ১৭ গোল করেছেন বেলিংহাম। সেই বলবয় ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে বলেছে, ‘‘আমার জীবনের সেরা দিন আজ।’’
তুরস্কের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আরদা গুলেরের অভিষেক হয়েছে এই ম্যাচে। গোল না পেলেও তার নজর কাড়া পারফরম্যান্সে খুশি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি , ‘‘শারীরিকভাবে সর্বোচ্চ স্তরে না থাকলেও এক ঘণ্টা ধরে ভালো মানের ফুটবল খেলেছে সে। তাকে নিয়ে আমাদের ধৈর্য দেখাতে হবে।’’


চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবার ধুঁকছে। লা লিগায় রিয়ালের চেয়ে তারা পিছিয়ে পড়েছে অনেকখানি। তবু বার্সাকে সমীহই করছেন আনচেলোত্তি, ‘‘বার্সেলোনা লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও কোপা দেল রের জন্য লড়াই করছে। অন্যদের বিশ্লেষণ করা আমি পছন্দ করি না। ওরা সব শিরোপার জন্যই লড়ছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত