ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দেওয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুনের ঘটনা নাশকতামূলক কাজ কিনা তা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
আহতদের চিকিৎসার জন্য দ্রুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন প্রধানমন্ত্রী।
ওবায়দুল কাদেরের শোক
এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিহতদের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।
এই ঘটনা নাশকতামূলক আগুন-সন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতার অংশ কিনা তা দ্রুত উদঘাটনের আহ্বান জানান সেতুমন্ত্রী। নির্মম এই হত্যাকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান তিনি।
আইনমন্ত্রীর শোক
আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, অগ্নিসহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইনমন্ত্রী বলেন, এই অগ্নি সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
শোকবার্তায় আইনমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।