ভোটের আগে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ক্ষমতাসীনদের দায়ী করেছে বিএনপি। এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে দলটি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে সে পুরনো খেলায় মেতে উঠেছে সরকার।
“গতকাল বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনা সরকারি সে পুরানো খেলারই অংশ বলে জনগণ বিশ্বাস করে।”
নির্বাচন প্রত্যাখ্যান করে ডাকা হরতালের সমর্থনে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার বাংলামোটরে িমছিল শেষে এক সমাবেশে একথা বলেন তিনি।
৭ জানুয়ারির ভোট বর্জন করে শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। হরতালের আগের রাতে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়, যাতে নিহত হন চারজন।
গত দুই মাস ধরে বিএনপির হরতাল-অবরোধে অন্তত চার বার ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এগুলো নাশকতা ছিল বলে পুলিশ মনে করছে।
হরতাল-অবরোধের মধ্যে বাস-ট্রেনে আগুন ধরানোর জন্য বিএনপিকে দায়ী করছে বিএনপি।
রিজভী বলেন, “আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল।
“গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে জনগণ যখন ব্যাপক সাড়া দিয়েছে, তখন আবারও ক্ষমতাসীন মহল সন্ত্রাসের ওপর নির্ভর করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।” এর আগে এক বিবৃতিতে রিজভী বলেন, “আমরা এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে অবিলম্বে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে জীবনহানি ও অগ্নিদগ্ধ হয়ে অনেককে মারাত্মক জখম করার কাপুরুষোচিত ঘটনায় জড়িত দুস্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি।”