Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রের জীবনাবসান

মনোজ মিত্র, থিয়েটার, নাট্যকার, অভিনেতা
শুধু মঞ্চে নয়, সিনেমাতেও খ্যাতি অর্জন করেছিলেন মনোজ মিত্র। ‘বাঞ্ছারামের বাগান’ চলচ্চিত্রে তার অভিনয় এখনও অনেকের কাছে স্মরণীয়।
[publishpress_authors_box]

দুই বাংলার প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বয়স।

মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কোলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি, বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

বরেণ্য অভিনেতার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই সাহিত্যিক অমর মিত্র।

আনন্দবাজার জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে পড়লে মনোজ মিত্রকে সল্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিউটে ভর্তি করা হয়। ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল, তার হৃদ্‌যন্ত্র ঠিকমতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা রয়েছে। এ ছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে। সোডিয়াম-পটাশিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে।

১৯৩৮ সালের ২২ ডিসেম্বর সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে জন্ম মনোজ মিত্রের। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে তিনি স্নাতক হন।

কলেজে পড়ার সময়ই থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন মনোজ মিত্র। সে সময় সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। ১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু মনোজের। ১৯৭৯ সালে পা রাখেন সিনেমার জগতে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছিলেন।

শুধু মঞ্চে নয়, সিনেমাতেও খ্যাতি অর্জন করেছিলেন মনোজ মিত্র। ‘বাঞ্ছারামের বাগান’ চলচ্চিত্রে তার অভিনয় এখনও অনেকের কাছে স্মরণীয়।

বাংলাদেশের নাট্যাঙ্গনেও জনপ্রিয় মনোজ মিত্র। তার লেখা ‘কিনো কাহারের থেটার’ নিয়মিত মঞ্চায়ন করছে প্রাচ্যনাট। চট্টগ্রামের নাট্যদল ফেইমও এ নাটকটি মঞ্চস্থ করছে।

তার মৃত্যুতে ঢাকার থিয়েটার বিষয়ক পত্রিকা ক্ষ্যাপা, অভিনেত্রী সারা যাকের, নূনা আফরোজসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত