পেশাদারি ফুটবলের কোনও অভিজ্ঞতা নেই। ফুটবল সম্পর্কে কতটা জ্ঞান আছে, সেটাও নিয়ে আছে সন্দেহ। তিনি একজন ইউটিউবার। এমন একজনকে কিনা নামিয়ে দেওয়া হলো আর্জেন্টাইন ফুটবলের শীর্ষ স্তরের লিগে! ব্যাপক সমালোচনার জন্ম দেওয়ার এই ঘটনায় জুয়ার গন্ধ পাচ্ছে আর্জেন্টিনা ফুটবল। যেকারণে ইউটিউবার-কাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ।
গত সোমবার আর্জেন্টিনার শীর্ষ প্রতিযোগিতায় ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দেপোর্তিভো রিয়েস্ত্রা। এই ম্যাচের একাদশে ইভান বুহাইয়েরুক নামের একজন ইউটিউবার, যিনি স্প্রিং নামে পরিচিত, এমন এক অপেশাদার ফুটবলারকে নামিয়ে দিয়েছিল রিয়েস্ত্রা। মজার বিষয় হলো, মাত্র ৫০ সেকেন্ড পরই এই খেলোয়াড়কে তুলে নেন রিয়েস্ত্রা কোচ ক্রিস্তিয়ান ফাবিয়ানি!
২৪ বছর বয়সী ইভানের পেশাদার ফুটবলের কোনও অভিজ্ঞতা নেই। এরপরও বুয়েনস এইরিসের ক্লাবটি তার সঙ্গে পেশাদারি চুক্তি করেছে এবং গত ফেব্রুয়ারিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফ) নাম নিবন্ধন করেছে।
পেশাদার ফুটবলের অভিজ্ঞতা না থাকা একজনকে শুরুর একাদশে নামিয়ে দেওয়া এবং কয়েক সেকেন্ড পরই মাঠ থেকে তুলে নেওয়ার ঘটনায় অবৈধ্য জুয়ার কোনও সম্পর্ক আছে কিনা সেটি খতিয়ে দেখছে আর্জেন্টিনার বিচার বিভাগ। তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “জুয়ার ওপর বিশেষায়িত প্রসিকিউটর অফিস (…) দেপোর্তিভো রিয়েস্ট্রা কোচ, ক্রিস্তিয়ান ফাবিয়ানি ও ইনফ্লুয়েন্সার ইভান বুহাইয়েরুকের অবৈধ প্ল্যাটফর্মে জুয়াড়িদের আকর্ষণ করার উদ্দেশ্য ছিল কিনা তা তদন্ত করার জন্য একটি মামলা শুরু করেছে।”
অবৈধ্য বেটিংয়ের সঙ্গে রিয়েস্ত্রা জড়িত কিনা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও ক্লাবটি কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে এএফএ বলেছে, তারা এথিক্স ট্রাইব্যুনালের মাধ্যমে নিজেদের কার্যক্রম শুরু করেছে। কারণ তারা মনে করছে, এই ঘটনায় ‘স্প্রিন’-এর অন্তর্ভুক্তি ‘আর্জেন্টিনার ফুটবলের সুনাম ও অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন আচরণ’ জড়িত হতে পারে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া বলেছেন, “অপ্রীতিকর কোনও কিছু ঘটলে সেটা আমাদের ঠিক করতে হবে।”