বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন শেষ হয়েও হলো না শেষ। সব পদের ফয়সালা হয়ে গেলেও সদস্য পদে পঞ্চদশ সদস্যের বেলায় ‘টাই’ হয়ে গেল দুই প্রার্থীর মধ্যে।
সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেই বিকালবেলায়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদি (১১৫ ভোট), ওয়াহিদ উদ্দিন চৌধুরী (১০৮), সাব্বির আহমেদ আরেফ (৯০) ও ফাহাদ করিম (৮৭)।
সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন (৯৮), আমিরুল ইসলাম বাবু (৯৬), গোলাম গাউস (৯২), মাহিউদ্দিন সেলিম (৮৮), টিপু সুলতান (৮৭), মঞ্জুরুল করিম মঞ্জু (৮৬), জাকির হোসেন চৌধুরী (৮২), মাহফুজা আক্তার কিরণ (৮১), কামরুল হাসান হিল্টন (৮০), সত্যজিৎ দাস রূপু (৭৬) ইমতিয়াজ হামিদ সবুজ (৭২), ছাইদ হাসান কানন (৬৭), সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন (৭৬) ও বিজন বড়ুয়া (৬২)। ১৪ জনের মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন চারজন- গাউস, মঞ্জু, শাহীন ও হিল্টন।
পঞ্চদশ নির্বাহী সদস্যের বেলায় ‘টাই’ হয়েছে একলাছ উদ্দীন (৬১) ও সাইফুর রহমান মনির (৬১)। এই ‘টাই’ ভাঙার উপনির্বাচন হবে কয়েকদিন পর।