Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ফুটবলের নির্বাচন ২৬ অক্টোবর

বাফুফে। ছবি : সংগৃহীত
বাফুফে। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি। বর্তমান কমিটির মেয়াদ ৩ অক্টোবর শেষ হলেও তিন সপ্তাহ পরে হবে ফুটবলের নির্বাচন।

বুধবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, “আমরা ২৬ অক্টোবর নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এটা ফিফাকে জানানোর জন্য বলা হয়েছে সাধারণ সম্পাদককে। নির্বাচনটা আমাদের মেয়াদের মধ্যে করতে চেয়েছিলাম। সমস্যা হচ্ছে, ভেন্যু পাওয়া যাচ্ছে না।” বাফুফের বর্তমান কমিটির মেয়াদ আছে ৩ অক্টোবর পর্যন্ত। এর প্রায় তিন সপ্তাহ শেষে হবে বাফুফের নির্বাচন।

তবে এখনও নির্বাচন কমিশন গঠিত হয়নি বলে জানিয়েছেন ৪ মেয়াদের সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি নিজের প্যানেল গোছানোর কাজ করলেও পঞ্চম মেয়াদে আবার সভাপতি পদে নির্বাচন করার ব্যাপারটি এড়িয়ে গেছেন, “এটা আমার ব্যক্তিগত বিষয়।”     

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত