Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য শাহীন

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।
[publishpress_authors_box]

গত ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারের পর কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে নানা নেতিবাচক সমালোচনা হয়েছে। টানা ব্যর্থতার কারণে তাকে আর কোচ হিসেবে চাইছেন না ফুটবল সমর্থকের অনেকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যদিও কাবরেরার ভবিষ্যৎ নিয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। তবে রবিবার রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও কমিটির সদস্যরা।

সেই ভরা মজলিশে কাবরেরা পদত্যাগ চেয়েছেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

তিনি বলেন, “জাতীয় দল কমিটির সদস্য হিসেবে কাবরেরার পদত্যাগ চাই। কোচকে সরানোর এজেন্ডা নিয়েই আমি কথা বলতে এসেছি। তাকে সরিয়ে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।”

আশা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ছবি: বাফুফে

তিনি কাবরেরার কৌশলের সমালোচনা করে বলেন, “কাবরেরা খেলার ১০ দিন আগে আসে। এভাবে এসে তিনি আসলে কতটা কাজ করতে পারেন সেটা নিয়েও আছে প্রশ্ন। এখানে ফুটবলার সাজানো আছে। আমাদের টিমে অনেক ভালো ফুটবলার আছে। কিন্তু কাবরেরা সিন্ডিকেট করে টিম করে রেজাল্ট নষ্ট করে। আজ আমি নির্বাহী কমিটির সদস্য হিসেবে পদত্যাগ চাই। কারণ দেশের স্বার্থে সবার সঙ্গে একমত হয়েছি যে তার পদত্যাগ চাই।”

হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ পর্যন্ত। এর মানে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। এখন তাকে পদত্যাগ করতে গেলে বাড়তি জরিমানা দিতে হবে বাফুফেকে। বাফুফে সূত্রে জানা গেছে, আপাতত কাবরেরাকে বরখাস্ত করছে না বাফুফে।

তবে জাতীয় দল কমিটির পরবর্তী সভায় সিঙ্গাপুর ম্যাচ হারের কারণ জানতে চাওয়া হবে এই স্প্যানিশ কোচের কাছে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত