Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

কাজেই দেখাতে চান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

সংবাদ মাধ্যমে কথা বলছেন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত
সংবাদ মাধ্যমে কথা বলছেন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

তখনও পুরো কমিটির ফল আসেনি। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সভাপতি তাবিথ আউয়াল বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “একটু ধৈর্য্ ধরেন, আমাদের কাজেই দেখেতে পাবেন।”

১৩৩ ভোটের মধ্যে ভোট পড়েছে ১২৮টি। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। তার সঙ্গে ছিলেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান এবং চার সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি (১১৫ ভোট), ওয়াহিদ উদ্দিন চৌধুরী (১০৮), সাব্বির আহমেদ আরেফ (৯০) ও ফাহাদ করিম (৮৭)।

সভাপতি তাবিথ আউয়াল বিশেষ ধন্যবাদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে একটা “মুক্ত পরিবেশে” নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য। এরপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ দিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আগের রেওয়াজ ছিল ফেডারেশন সভাপতিই সর্বেসর্বা। ২১ জনের কমিটি থাকলেও নির্বাহী কমিটির সিদ্ধান্তে সব চলতো না। চলতো সভাপতি কাজী সালাউদ্দিনের ইচ্ছাতে। সেই ধারাই কি নতুন কমিটিতে বহমান থাকবে? নতুন সভাপতি এই ধারা বদলানোর প্রতিশ্রুতি দিয়েছেন, “আমাদের কমিটি কিভাবে চলবে, সেটা আমরা প্রথম নির্বাহী মিটিংয়ে কর্ম দিয়েই দেখিয়ে দেবো। আমরা সবার সামনে দাঁড়িয়ে আছি, আমরা মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী। আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কাজেই দেখতে পারবেন।”

সরকার থেকে একটা চাপ বাফুফের গঠনতন্ত্র পরির্বতনের। গঠনতন্ত্রকে যুগোপযোগী করার। তাবিথ আউয়াল নির্বাচিত হয়েই বলেছেন গঠনতন্ত্রের কথা। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, “আমরা অনেক কর্মসূচি হাতে নেবো। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ফরোয়ার্ড লুকিং ‘থ্রি সিক্সটি প্রোগ্রাম’ও আপনাদের মাধ্যমে পেশ করেছেন। উনাদের ডকুমেন্টটাকে সামনে নিয়ে আমরা আমাদের প্রথম নির্বাহী সভায় বাকি যে সদস্যরা আসবে, তাদের নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। অবশ্যই আমাদের ফুটবলকে এগিয়ে নেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”

নির্বিাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতিসহ মোট ৬ জনের সঙ্গে আরও ১৫ সদস্য যোগ হওয়ার কথা। ৩৭ জন সদস্য প্রার্থীর ভোটগণণা চলছে। সেটা শেষ হলেই দাঁড়িয়ে যাবে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।  

নির্বাচন শেষে সভাপতি মনে করছেন, “সবকিছুতে ব্যালেন্স ও দলবদলের দরকার। সে হিসেবে মনে করি নতুন ও পুরাতনের সমন্বয়ে আমরা আগামী দিনে ভালো কিছু কর্মসূচি পেতে পারব।”

বাফুফে নির্বাচনের দিনেই ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ আছে দেশের সেরা দল বসুন্ধরা কিংসের। পরদিন বাংলাদেশের মেয়েরা লড়বে সাফের সেমিফাইনালে। দুটো ম্যাচের কথা উল্লেখ করে নতুন সভাপতি বলেছেন, “আমরা নতুন, ভালো ও আধুনিক ফুটবলের প্রত্যাশা করতে পারি সকলেই। ফুটবলের মাধ্যমে আমরা মুক্ত বাংলাদেশকে যুক্ত রাখব, আরও একটু খুশি নিয়ে আসব। যুব-১৭ দল যে ম্যাকাওয়ের সঙ্গে জিতেছে এটা আগামী দিনের ফুটবলের প্রমাণ। বাংলাদেশের ফুটবলাররা আমাদের জন্য জিতবে। আজকে শুভকামনা জানাতে চাই বসুন্ধরা কিংস ভুটানে খেলবে, আমি আশা করি তারা জিতবে। আগামীকাল মেয়েদের সেমিফাইনাল। ওরাও জিতবে বলে আশা করি।”

এই দুই ম্যাচে একরকম ভাগ্য-পরীক্ষাও হবে নতুন কমিটির।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত