বাফুফেতে শেষ হলো কাজী সালাউদ্দিনের অধ্যায়। বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার নতুন সভাপতি তাবিথ আউয়াল। সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি আর নির্বাচন করবেন না। শনিবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমানকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার বাফুফে সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল।
নতুন সভাপতির নাম ঘোষণা করেছেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। ফল ঘোষণায় তিনি জানিয়েছেন, এবারের নির্বাচনে ১৩৩ ভোটের মধ্যে পড়েছে ১২৮ ভোট। যার মধ্যে তাবিথের বাক্সে পড়েছে ১২৩ ভোট। অন্যদিকে মিজানুর পেয়েছেন ৫ ভোট।
বাফুফেতে অবশ্য তাবিথ নতুন নয়। এর আগে ২০১২ সাল থেকে দুইবার সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের পর ২০১৬ নির্বাচনেও সহ-সভাপতি হয়েছিলেন তাবিথ। তবে ২০২০ সালে তৃতীয় মেয়াদে পাস করতে পারেননি। এবার সভাপতি নির্বাচনে দাঁড়িয়ে প্রথমবারেই করলেন বাজিমাত।
বাফুফে দিয়ে তার পরিচিতি আগে থেকেই। এর বাইরে তাবিথের আছে রাজনৈতিক পরিচয়। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির শীর্ষস্থানীয় নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তিনি। নিজেও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য।