Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের মজনু রিমান্ডে, আকরাম কারাগারে

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের কর্মচারী মজনু মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পল্টন মডেল থানায় করা মামলায় তাকে আদালতে তোলা হয়। একই মামলায় বিজি প্রেসের আরেক কর্মচারী আকরাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত সংস্থা সিআইডি বুধবার তাদেরকে আদালতে হাজির করে মজনুর ১০ দিনের রিমান্ড আবেদন এবং আকরামকে কারাগারে রাখার আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত এ আদেশ দেন।

গত জুলাইয়ে সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসেন পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সোয়ানুর রহমান সিয়াম। 

এরপর গত ৮ জুলাই রাজধানীর পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন।

মামলায় ৩১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়। মামলার পর প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে সিআইডি। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত