কক্সবাজারে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তে সৃষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার তিনি এসব এলাকা পরিদর্শন করেন বলে রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিককালে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী মংডু অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির মধ্যে সংঘাত-সংঘর্ষ চলছে। মংডু সীমান্তের নাফ নদীর এপারে বাংলাদেশের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত হওয়ায় বিজিবির মহাপরিচালক সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে যান। এসময় তিনি বিজিবির সেন্টমার্টিন বিওপি, বিওপির প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিজিবির সদস্যদের নানা নির্দেশনা দেন মহাপরিচালক। সেই সঙ্গে সীমান্তে সৃষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতেও বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি।
পরে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্ট পরিদর্শন করেন।