Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

তুমব্রু ও ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বিজিবির ডিজি

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ছবি : সংগৃহীত
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ছবি : সংগৃহীত
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করবেন বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক বুধবার সকাল ১১টার দিকে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন বাংলাদেশ-মায়ানমার সীমান্তের তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে গত কয়েকদিন ধরে ওপার থেকে একের পর এক গোলা এসে পড়ছে বান্দরবান ও কক্সবাজার সীমান্তের ভেতরে। তাতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতি এমন যে সীমান্তের কয়েকশ পরিবারকে বাড়ি থেকে সরিয়ে আনতে হচ্ছে।

এমন পরিস্থিতিতেই বুধবার তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিজিবি মহাপরিচালক।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত