Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বিজিএমইএ সভাপতির দায়িত্বে রফিকুল

শনিবার খন্দকার রফিকুল ইসলাম বিজিএমইএর সভাপতির দায়িত্ব পান।
শনিবার খন্দকার রফিকুল ইসলাম বিজিএমইএর সভাপতির দায়িত্ব পান।
[publishpress_authors_box]

বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হয়েছেন খন্দকার রফিকুল ইসলাম। শনিবার বোর্ডের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাদের অনেকে গা ঢাকা দেন। তাদের মধ্যে ছিলেন চলতি বছরের ৬ এপ্রিল বিজিএমইএর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া এস এম মান্নান কচি।

তিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।     

আত্মগোপনে থেকে সম্প্রতি এস এম মান্নান ই-মেইলে বিজিএমইএ বোর্ডের কাছে দীর্ঘমেয়াদী চিকিৎসার কারণে সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র পাঠান।          

তার পদত্যাগপত্র বিবেচনায় নিয়ে শনিবার ঢাকার র‍্যাডিসন ব্‌লু ওয়াটার গার্ডেন হোটেলে জরুরি সভা ডাকে বিজিএমইএ বোর্ড। সেই সভায় এস এম মান্নানের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে খন্দকার রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

তাকে বিজিএমইএর সভাপতি হিসেবে বাছাই করার পাশাপাশি সহ-সভাপতি থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয় আব্দুল্লাহ হিল রাকিবকে। আর পরিচালক থেকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় আসিফ আশরাফকে।

এছাড়া বোর্ডের সহ-সভাপতি পদে রাখা হয়েছে সৈয়দ নজরুল ইসলাম, আরশাদ জামাল, মো. নাসির উদ্দিন, মিরান আলী ও রকিবুল আলম চৌধুরীকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত