পোশাক খাতের অগ্রগতির জন্য বিভিন্ন উদ্যোগে সুইডেনকে পাশে চায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিশেষ করে নবায়নযোগ্য শক্তি, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং সবুজ প্রবৃদ্ধির উদ্যোগগুলোয় সুইডেনের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
মঙ্গলবার ঢাকার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান। দুই পক্ষের মধ্যে আলোচনায় এসব বিষয় উঠে আসে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে সুইডেনে রপ্তানি হয়েছে প্রায় ৬৩ কোটি ডলারের পণ্য। যার বড় অংশই তৈরি পোশাক।
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করছে সুইডেন। গত মার্চে বাংলাদেশ ঘুরে গেছেন সুইডেনের বৈদেশিক বাণিজ্য ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সহযোগী মন্ত্রী জোহান ফরসেল।
সে সময় তিনি নারায়ণগঞ্জের শতভাগ রপ্তানিমুখী বিসিক শিল্প নগরীর একটি পোশাক কারখানাও পরিদর্শন করেন। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের সঙ্গে সুইডেনের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ হবে বলেও জানিয়েছিলেন তিনি।
মঙ্গলবারের বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
বিজিএমইএ নেতারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, রূপকল্প এবং সম্ভাবনার বিষয়ে সুইডেনের রাষ্ট্রদূতকে জানান।
আলোচনায় তারা টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং উন্নয়নের প্রতি শিল্পের জোরালো প্রতিশ্রুতি তুলে ধরেন। সেইসঙ্গে টেকসই উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উঠে আসে।