মিয়ানমারে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের জের ধরে বাহিনীটির আরও আট সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে গত দুদিনে মোট ১০৬ জন বিজিপি সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিলেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
এর আগে সকালে তিনি ৯৫ সদস্য আশ্রয় নেওয়ার কথা জানিয়েছিলেন।
সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞপ্তিতে শরিফুল ইসলাম বলেন, “রবিবার দিনভর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে আরাকান আর্মি ও বিজিপির মধ্যে গোলাগুলি অব্যাহত ছিল। এই সংঘর্ষের জেরে রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিজিপির ১০৬ জন সদস্য অস্ত্রসহ তমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে তারা বিজিপির কাছে আশ্রয় চাইলে হেফাজতে নেওয়া হয়।”
পালিয়ে আসা বিজিপি সদস্যদের নিরন্ত্র করে বিজিবি নিরাপদ আশ্রয় দিয়েছে জানিয়ে তিনি বলেন, “বিজিপির আহত সদস্যের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।”