Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

অভিনেত্রী নিয়ে দ্বন্দ্বে কেন বিজেপি-কংগ্রেস?

ranya-rao-congress-bgp
[publishpress_authors_box]

সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ভারতের কর্ণাটকের অভিনেত্রী রানিয়া রাও-কে নিয়ে রাজ্যের শাসক দল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি শুরু করেছে।

আলোচিত এই চোরাচালান মামলার তদন্ত থেকে সিআইডি-কে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি। দলটি অভিযোগ করেছে, একজন প্রভাবশালী মন্ত্রী অভিনেত্রীকে রক্ষার চেষ্টা করছেন।

বিজেপির কর্ণাটক সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র এক্স-এ একটি পোস্টে বলেছেন, “সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম স্বর্ণ চোরাচালানের ঘটনায় @siddaramaiah সরকারের একজন বিশিষ্ট মন্ত্রীর জড়িত থাকার বিষয়ে মিডিয়া রিপোর্টগুলো আশ্চর্যজনক নয়—বিশেষ করে এই সরকারের ক্রমবর্ধমান ‘উদ্ভাবনী’ উপায়ে কেলেঙ্কারি তৈরির রেকর্ড বিবেচনা করে!”

অন্য বিজেপি নেতা ভারত শেঠি বলেছেন, সিআইডিকে তদন্ত থেকে প্রত্যাহারের পদক্ষেপ সন্দেহজনক বলে মনে হচ্ছে এবং সরকারি কর্মকর্তাদের তদন্ত থেকে বাঁচানোর সম্ভাব্য প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে।

বৃহস্পতিবার এএনআই-এর সঙ্গে কথা বলার সময় শেঠি বলেন, “এখানে সবকিছুই সন্দেহজনক দেখাচ্ছে… মনে হচ্ছে সিআইডি কর্মকর্তারা রাজ্য সরকারকে জানিয়েছেন যে তারা সরকারকে সাহায্য করতে পারবেন না, কারণ তদন্তে কয়েকজন সরকারি কর্মকর্তার নাম উঠে আসতে পারে। মাইসুরু নগর উন্নয়ন কর্তৃপক্ষের (মুডা) দুর্নীতি মামলার ইডি (ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের অধীনে একটি আইন প্রয়োগকারী সংস্থা- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি) তদন্ত চলছিল, সিদ্দারামাইয়া দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে লোকায়ুক্ত (রাজ্য সরকারের তদন্ত সংস্থা) তদন্তের দিকে এগিয়ে যান। তারা এখানে খুব বড় কাউকে রক্ষা করার চেষ্টা করছে।”

কংগ্রেস এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে। তাদের অভিযোগ, অভিনেত্রী রানিয়েকে বিজেপি সরকার টিএমটি স্টিল বার কারখানা স্থাপনের জন্য ১২ একর জমি বরাদ্দ করেছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, তদন্ত চলছে এবং সিবিআইও এগিয়ে আসায় সত্য বেরিয়ে আসবে।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারি না। আমি বা সরকার কেউই এই ধরনের প্রতিক্রিয়া জানাতে পারি না।”

মাঝারি ও বৃহৎ শিল্প মন্ত্রী এম বি পাতিল পাল্টা বলেছেন, বিজেপি যখন ক্ষমতায় ছিল, তখন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রানিয়া রাও- এর প্রতিষ্ঠানকে তুমকুরুর সিরাতে একটি ইস্পাত কারখানা স্থাপনের জন্য ১২ একর জমি বরাদ্দ দিয়েছিল।

এদিকে, রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) এই মামলার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিবিআই) দেওয়ার সুপারিশ করেছে।

রানিয়া রাওএর গ্রেপ্তার

রানিয়া রাওকে দুবাই থেকে ১৪.৮ কেজি সোনা চোরাচালানের অভিযোগে ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএডি) থেকে ডিআরআই কর্মকর্তারা গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর, আর্থিক অপরাধের জন্য তাকে একটি বিশেষ আদালতের বিচারকের সামনে হাজির করা হয়। প্রথমে ১০ মার্চ পর্যন্ত ডিআরআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হলেও, পরে তা বাড়িয়ে ২৪ মার্চ পর্যন্ত করা হয়।

তদন্তের সময়, কর্তৃপক্ষ বিমানবন্দরে তার কাছ থেকে ১২.৫৬ কোটি টাকার সোনার বার জব্দ করে। পরে বেঙ্গালুরুর বাড়িতে তল্লাশিতে ২.০৬ কোটি টাকার অতিরিক্ত সোনার গয়না এবং ২.৬৭ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়।

৩৪ বছর বয়সী রানিয়া রাও ডিজিপি-পদমর্যাদার পুলিশ কর্মকর্তা রামচন্দ্র রাওয়ের সৎ মেয়ে।

রামচন্দ্র রাও বর্তমানে কর্ণাটক রাজ্য পুলিশ আবাসন এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। রানিয়া রাও- এর গ্রেপ্তারে পারিবারিক সংযোগ ও প্রটোকলের সুবিধার অপব্যবহার করা হয়েছে কিনা- সেই বিষয়েও জোর তদন্ত করা হচ্ছে।

রানিয়া রাও এর সিনেমা

কন্নড় অভিনেত্রী রানিয়া রাও কন্নড় চলচ্চিত্র ‘মাণিক্য’ (২০১৪) ও ‘পাঠাকি’ (২০১৭) এবং তামিল চলচ্চিত্র ‘ওয়াগা’ (২০১৬) তে তার অভিনয়ের জন্য পরিচিত। ‘মাণিক্য’ চলচ্চিত্রে তিনি কিচ্চা সুদীপের বিপরীতে দ্বিতীয় নারী প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, যা তেলেগু ব্লকবাস্টার ‘মির্চি’ সিনেমাটির রিমেইক ছিল। ‘ওয়াগা’ চলচ্চিত্রে তিনি বিক্রম প্রভুর সাথে অভিনয় করেন। ‘পাঠাকি’ চলচ্চিত্রে তিনি গণেশের বিপরীতে সঙ্গীতার ভূমিকায় অভিনয় করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত