আমন্ত্রণমূলক টুর্নামেন্ট বা ফিফা প্রীতি ম্যাচ- কখনোই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজন করতে পারে না বাফুফে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হবে তুলনায় দুর্বল ভুটানের সঙ্গে। যে ভুটানের বিপক্ষে বরাবরই দাপট দেখিয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত ১৪ ম্যাচে জয় ১১টি, ড্র দুটি, হার মাত্র একটি। যে একটি হার চাংলিমিথাংয়ের টার্ফে।
যেহেতু ভুটান খেলবে ঘরের মাঠে, তাই বাংলাদেশকে ভয় না পেয়ে চ্যালেঞ্জ নিতে চায় ভুটানের ফুটবলাররা। ভুটানের কোচ অতসুশি নাকামুরা ম্যাচ শুরুর আগে সেই সাহস দিয়ে রাখলেন তার ফুটবলারদের।
বাংলাদেশ সম্পর্কে বেশ খোঁজ খবর জানা নাকামুরার। সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। গত জুলাই-অগাস্টের গণআন্দোলন সম্পর্কেও খোঁজ খবর রেখেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গগুলো টানলেন নাকামুরা। দলকে দিলেন বাংলাদেশের বিপক্ষে ভয়ডরহীন ফুটবল খেলার বার্তা।
ভুটানের কোচ নাকামুরা বলেন, “বাংলাদেশ খুব গুরুত্ব সহকারে দিয়ে প্রস্তুতি নিয়েছে। অবশ্যই তারা কঠিন প্রতিপক্ষ। সবশেষ অনূর্ধ্ব-২০ সাফে তারা ভারতকে হারিয়েছে। বাংলাদেশের রাজনীতিতেও বিপ্লব হয়েছে, এটাও তাদের অনুপ্রাণিত করবে। তারা শক্তিশালী দল। কিন্তু এটা আমাদের ঘরের মাঠ। আমি ছেলেদের বলব বাংলাদেশকে ভয় না পেতে এবং তাদের চ্যালেঞ্জ জানাতে।”
অধিনায়ক নিমা ওয়াংদিও কোচের সুরে কথা বললেন, “পরের বছর আমাদের এএফসি এশিয়ান কাপের বাছাই রয়েছে। এই ধরনের প্রীতি ম্যাচ আমাদের দলকে উজ্জ্বীবিত করবে। কোচও বলেছেন, আমাদের দলটা তরুণ, এই ম্যাচগুলোতে তারা আত্মবিশ্বাস শানিয়ে নেবে। এটা আমাদের ঘরের মাঠ। আমাদের এই সুযোগটা নিতে হবে।”