Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে ‘শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের’ প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃস্পতিবার তিনি এই প্রতিশ্রুতি দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, “দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিচ্ছি।”

‘শুধু জিতলেই দেশকে ভালোবাসব’– এমনটা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বাইডেন নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘একজন সহযোগী ও জনতার সেবক’ হিসেবে আখ্যায়িত করেন।

এছাড়া নির্বাচন থেকে বাইডেন তার সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস ‘উৎসাহব্যঞ্জক’ প্রচার কার্যক্রম চালিয়েছেন বলেও নিজের অভিমত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বাইডেন শান্তিপূর্ণ সুর বজায় রেখে দেশকে আশ্বস্ত করতে চান।

নির্বাচনী প্রচারের সময় কমলা হ্যারিস প্রায়ই বলতেন, ট্রাম্পের জয় গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রায়ই ডেমোক্র্যাট প্রশাসনের সমালোচনা করে বলতেন, তারা যুক্তরাষ্ট্রকে একটি ‘ব্যর্থ জাতিতে’ পরিণত করেছে।

এক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা করে জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র “বিশ্বের মধ্যে স্বশাসনের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা” এবং “এখানে জনগণের ইচ্ছাই সবসময় বিজয়ী হয়”।

হোয়াইট হাউসের কর্মী এবং তার প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সামনে বাইডেন বলেন, “আমরা এই লড়াইয়ে হেরেছি, তবে যে আমেরিকার স্বপ্ন আপনারা দেখেছেন, তা আপনাদের ডাকছে।”

প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে সমর্থকদের উদ্দেশে বাইডেন বলেন, তিনি “বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি” রেখে যাচ্ছেন এবং তার মেয়াদে “এক ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যের অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে”।

তবে একইসঙ্গে বিদ্যমান মূল্যস্ফীতির কথাও বলেন তিনি। এই অতিরিক্ত মূল্যস্ফীতিই নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ের কারণ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

বাইডেন বলেন, “আমি জানি, মানুষ এখনও কষ্টে আছে। তবে পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে।”

নির্বাচন ঘিরে তৈরি হওয়া ‘উত্তেজনা কমিয়ে আনার সময় হয়েছে’ উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন কোনও ধরনের বিলম্ব ছাড়াই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত