Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

লুকাকু, ডি ব্রুইনাদের হারিয়ে স্লোভাকিয়ার অঘটন

বেলজিয়ামকে হারিয়ে উল্লাস স্লোভাকিয়ার ফুটবলারদের। ছবি: সংগৃহীত।
বেলজিয়ামকে হারিয়ে উল্লাস স্লোভাকিয়ার ফুটবলারদের। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

গোলডটকমের ওয়েবসাইটে জয়ী দল বেছে নেওয়ার সুযোগ রয়েছে দর্শকের। যেখানে ৫৬ ভাগ ভোট পেয়ে এগিয়ে বেলজিয়াম। স্লোভাকিয়ার পক্ষে ভোট পড়েছে মাত্র ১০ শতাংশ।

র‌্যাঙ্কিংয়ে বেলজিয়ামের (৩) চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে থাকা সেই স্লোভাকিয়াই (৪৮) কিনা এবারের ইউরোর সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়ে দিল!

সোমবার রাতে ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়া। একমাত্র গোলটি করেছেন ইভান সারানজ।

গোল দিয়েও উল্লাস করতে পারেননি লুকাকু। ভিএআরে বাতিল হয়েছে গোল। ছবি: সংগৃহীত।

স্লোভাকিয়া যে খুব বেশি গোলের সুযোগ তৈরি করেছে তা কিন্ত নয়। একটা ভালো সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। বরং সেই তুলনায় সুযোগ নষ্ট করেছে বেলজিয়াম।

শুধু তাই নয়, ১৯৮০ সালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর ৪টি বা এর চেয়েও বেশি সুযোগ কোনও ইউরো চ্যাম্পিয়নশিপে এই প্রথম নষ্ট করল বেলজিয়াম।

ম্যাচে দু দুটি গোল দিয়েছিলেন রোমেলু লুকাকু। কিন্তু দু বারই তার উল্লাস থামিয়ে দিয়েছে ভিএআর। প্রথমবারের গোলটি বাতিল হয় অফসাইডে। পরেরটিতে হ্যান্ডবল হয়েছে ইকুমা লুইস ওপেনদার। যার অ্যাসিস্টেই বলটা জালে জড়িয়েছিলেন লুকাকু।

স্পষ্ট করে বলতে গেলে স্লোভাকিয়ার জমাট রক্ষণের কাছে যেন পাত্তাই পায়নি রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনাদের তারকা খচিত বেলজিয়াম।

ম্যাচের ৭ মিনিটেই সারানজের গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। এরপর সময় যতোই গড়িয়েছে গোল শোধে ততোই মরিয়া দেখা গেছে বেলজিয়ামকে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ততোই যেন চাপে পড়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট বেলজিয়াম।  

বেলজিয়ামের আক্রমণভাগের সবচেয়ে বড় অস্ত্র লুকাকু। অথচ সেই লুকাকু গোলে অনুবাদ করতে পারলেন না একটিও! কাতারের দোহায় সর্বশেষ বিশ্বকাপে আহম্দ বিন স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন লুকাকু। সেদিন ম্যাচটি হয়েছি গোলশূন্য। ওই ম্যাচেও লুকাকু অনেক সুযোগ নষ্ট করেছিলেন। এই ম্যাচেও যেন সেদিনের ছায়া হয়ে রইলেন।

গোলের পর স্লোভাকিয়ার ফুটবলারদের উল্লাস। ছবি: সংগৃহীত।

অবশ্য স্লোভাকিয়ার সামনে ব্যবধান দ্বিগুণ করার একটা সুযোগ এসেছিল ৪৩ মিনিটে। লুকাস হারাসলিনের আগুনে গোলা ভলি সেভ করেন বেলজিয়াম গোলরক্ষক কোয়েন কাস্টলিস।

দ্বিতীয়ার্ধে আক্রমণের পসরা সাজিয়েছিল বেলজিয়াম। কিন্তু দুর্ভাগ্য তাদের। ৬৪ মিনিটে জুরাজ বুকারের শট গোললাইন সেভ করেন স্লোভাকিয়ার ডিফেন্ডার ডেভিড হানকো।

ম্যাচ শেষে এই হতাশা লুকাতে পারেননি লুকাকু। ছবি: সংগৃহীত।

ম্যাচের ফল যখন ড্রতেই নিয়তি বলে ধরে নিচ্ছিল সবাই তখন ৮৮ মিনিটে আবারও গোল করেন লুকাকু। কিন্তু বিধি বাম। গোলটি ভিএআরে বাতিল হলো এবারও। বাকি সময়ে চেষ্টা করেও আর গোল পায়নি কোনও দল।

ম্যাচ শেষে গ্যালারিতে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল বেলজিয়ামের লাল ঢেউ। ওদিকে স্লোভাকিয়ান দর্শকদের সামনে ল্যাপ অব অনার শেষে হাসতে হাসতে মাঠ ছাড়েন লুকাস হারাসলিনরা।    

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত