Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত

১৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

রবিবার দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হয় বিজয় এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
রবিবার দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হয় বিজয় এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ক্ষতিগ্রস্ত ডাউন লাইন মেরামতের পর সোমবার ভোর ৫টার দিকে তা ট্রেন চলাচলের জন্য উপযোগী ঘোষণা করে রেলওয়ে। এ সময় ডাউন লাইনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম সোমবার সকালে দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর তেজের বাজারে দুর্ঘটনাকবলিত ট্রেন বিজয় এক্সপ্রেসের ৯ বগি উদ্ধার করে দুই লাইনে ট্রেন চলাচলে আরও তিনদিন লাগতে পারে।

দুর্ঘটনার পর থেকে রেললাইনে ছিটকে পড়া বগিগুলোর নিরাপত্তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লাকসাম ইনচার্জ মো. সালামত উল্যাহ জানান, রেলওয়ের সব বিভাগের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। যে লাইনটিতে আপাতত ট্রেন চলছে সেটিতে ধীরগতিতে ট্রেন চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের আউটারে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড তাপে রেললাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত