অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়ে বলিউডে আলোড়ন সৃষ্টি করেছেন বিক্রান্ত ম্যাসি। চমকপ্রদ এই ঘোষণার কিছুক্ষণ পরই ‘দ্য সবরমতি রিপোর্ট’ সিনেমার এক বিশেষ স্ক্রিনিং-এ যোগ দেন তিনি।
কিন্তু অভিনয় ছেড়ে দেওয়ার আকস্মিক সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চাইছেন না বিক্রান্ত। পার্লামেন্ট লাইব্রেরিতে অনুষ্ঠিত ওই বিশেষ স্ক্রিনিং-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
স্মরণীয় এই মুহূর্ত নিয়ে বিক্রান্ত বলেন, “দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ‘দ্য সবরমতি রিপোর্ট’ দেখার সুযোগ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি।”
বিশেষ এই স্ক্রিনিং-এ অংশ নিতে গেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিক্রান্ত। সে সময় অবসরের সিদ্ধান্ত নিয়ে তাকে প্রশ্ন করা হলে কোনো উত্তর না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। তার এই আচরণ উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে আরও কৌতূহলের জন্ম দিয়েছে।
এদিকে বলিউডের আরেক অভিনেতা হর্ষবর্ধন রানের এক বক্তব্য বিক্রান্তের এই সিদ্ধান্তের ব্যাপারে কৌতুহল যেন আরও বাড়িয়ে দিল।
‘হাসিন দিলরুবা’ সিনেমায় বিক্রান্তের সহ-অভিনেতা হর্ষবর্ধন রানে সংবাদমাধ্যমে জানান, তার মনে হয় এটা জনসংযোগের একটা কৌশল মাত্র। তবে ওই ঘোষণার যদি সত্যতা থেকেও থাকে, রানে চান ঠিক আমির খানের মতোই যেন অভিনয়ে ফিরে আসেন বিক্রান্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, “বিক্রান্তের চিন্তা ভাবনা খুব স্বচ্ছ। আমি তার কাজের নীতিকে যথেষ্ট শ্রদ্ধা করি। ‘হাসিন দিলরুবা’ করার সময়ই তার অভিনয় দেখেছি আমি। আমি আশা করি বিক্রান্তও ছবি নির্মাণের কাজ নিয়ে ফিরে আসবেন, ঠিক যেমন অবসর ঘোষণার পর ফিরে এসেছিলেন আমির খান।”
তবে এখানেই থেমে থাকেননি রানে। এর পর তিনি দাবি করেন, “প্রার্থনা করি এটা যেন প্রচার কৌশলই হয়। হয়তো কোনও চিত্রনির্মাতা বিক্রান্তকে জোর করেছেন এমন করতে!”
বর্তমানে ‘ইয়ার জিগরি’ ও ‘আখোঁ কী গুস্তাখিয়াঁ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রান্ত ম্যাসি।