বর্তমানে ভোটারদের বায়োমেট্রিক যাচাই করতে হলে আসতে হয় জেলা পর্যায়ে। ভোটারদের ভোগান্তি লাঘবে এই যাচাই প্রক্রিয়া উপজেলা পর্যায়ে নিয়ে আসার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
রবিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসির আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস-আইডিইএ (২য় পর্যায়) প্রকল্প আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আহসান হাবিব খান বলেন, “উপজেলা পর্যায়ে নাগরিকদের বায়োমেট্রিক যাচাই সুবিধা চালু করার চিন্তা চলছে। বর্তমানে একজন নাগরিককে জেলা পর্যায়ে আসতে হয়। এ সেবা আরও সহজ করে, উপজেলা থেকেই দেওয়া হলে বিপুল সংখ্যক নাগরিকের ভোগান্তি লাঘব হবে।”
নাগরিকের তথ্য উপাত্ত সংশোধন আবেদনের প্রসঙ্গ টেনে এই কমিশনার বলেন, “সিএমএস সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ‘আবেদনের ধরন/ক্যাটাগরি’ প্রদান করার মাধ্যমে নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করতে চায় কমিশন।”
‘স্মাট বাংলাদেশ’-এ রূপান্তরে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে জানিয়ে তিনি বলেন, “এরই অংশ হিসেবে, নির্বাচন কমিশন দেশে-বিদেশে বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সেবা, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হালনাগাদ ও প্রস্তুতে কারিগরি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”