পশ্চিমবঙ্গের কোচবিহারে এক মুসলিম নারী বিজেপি করায় সম্প্রতি তাকে বিবস্ত্র করে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা। ওই নারীর বাড়িতেও হামলা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজ্য বিধানসভার সামনে পশ্চিমবঙ্গ বিজেপির নারী নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে চার নারী বিধায়ক অবস্থান ধর্মঘট করে।
এসময় তারা নারী নির্যাতনের বিচার ও ওই ঘটনার সিবিআই দিয়ে তদন্তের দাবি জানান।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিজেপি করায় গত ২৫ জুন তৃণমূলের নারী কর্মীরা কোচবিহারের মাথাভাঙা জেলার রুইডাঙা এলাকায় এক মুসলিম নারীকে মারধর করে। মারতে মারতে ওই নারীর পোশাক খুলে ফেলা হয়। এরপর ওই বিবস্ত্র অবস্থাতেই তাকে প্রায় ১ কিলোমিটার পথ হাঁটানো হয়।
মারধরের শিকার ওই নারীর বাবা জানান, তার মেয়ে বিজেপির মহিলা মোর্চার কর্মী। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকে হুমকি দিচ্ছিল তৃণমূলের নেতা-কর্মীরা।
ঘটনাটি খতিয়ে দেখতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিজেপি। রাজ্য সিপিএমও এই ঘটনায় নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার বিধানসভার সামনে থেকে অগ্নিমিত্রা পাল বলেন, “চোপড়ার ওই ঘটনা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, ভিডিও করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন, কিন্তু প্রতিবাদ করলেন না। এরা আমাদের রাজ্যের বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতীক। সবাই সব কিছু দেখেও মুখ খুলছেন না।”
এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা যুক্ত, এমন অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন।
উত্তর দিনাজপুরে তরুণ-তরুণীকে বেধড়ক পিটুনি
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে দুই তরুণ-তরুণীকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়েছে তৃণমূল কংগ্রেসের এক নেতা।
ঘটনাটি ২৮ জুনের। কিন্তু গত শনিবার সোশাল মিডিয়ায় ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এরপরই মূলত আলোচনা সমলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন এক ব্যক্তি। তরুণীটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হয়। এরপর আবার পেটানো শুরু হয়। একই সঙ্গে এক তরুণকেও একইভাবে মারতে দেখা যায়।
আনন্দবাজার জানিয়েছে, তৃণমূলের ওই নেতার নাম তাজিমুল ইসলাম। রবিবার সন্ধ্যায় তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করে।
শুক্রবার উত্তর দিনাজপুরের চোপড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সালিসি সভা হয়। সেখানেই ওই তরুণ তরুণীকে লাঠি দিয়ে পেটায় তাজিমুল।
পুলিশ জানিয়েছে, তাজিমুলের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা করেছে পুলিশ। জামিন অযোগ্য ৩৫৪ ধারায় খুনের চেষ্টার মামলা করা হয়েছে। এর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আর ৩০৭ ধারায় নারীর শ্লীলতাহানি ও তার উপর বলপ্রয়োগের অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ৩২৩, ৩২৫ ও ৩৪ ধারাতেও তাজিমুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।