Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বিকেএমইএর নতুন সভাপতি হাতেম

bkmea
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রাজনৈতিক পালাবদলের পর নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হয়েছেন মোহাম্মদ হাতেম।

তিনি এর আগে সংগঠনটির নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর মধ্য দিয়ে সংগঠনটিতে গত ১৪ বছর ধরে সভাপতি হিসেবে থাকা এ কে এম সেলিম ওসমান যুগের অবসান হলো।

রবিবার ঢাকা কার্যালয়ে বিকেএমইএর পরিচালনা পর্ষদের বোর্ড সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেলিম ওসমান সংগঠনের সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন। পর্ষদ সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্যও দেন বিদায়ী সভাপতি।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রদবদল শুরু হয় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। পরিবর্তন আসে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে।

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাসহ আরও অনেকে গা ঢাকা দেন। তাদের মধ্যে রয়েছেন সেলিম ওসমান। তিনি নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিক শামীম ওসমানের ভাই। নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন শামীম ওসমান। আর কিছুদিন আগে বিলুপ্ত জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন সেলিম ওসমান।

২০১০ সালের ২০ সেপ্টেম্বর থেকে বিকেএমইএর সভাপতির পদে ছিলেন সেলিম ওসমান। সর্বশেষ ২০১২ সালে ভোটের মাধ্যমে সভাপতি হন তিনি। তারপর ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে সমঝোতার মাধ্যমে পর্ষদ করে সভাপতি হন। সব শেষ ২০২৩-২৫ মেয়াদের জন্য গত বছরের জুলাইতে সপ্তম বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিকেএমইএর সভাপতি হন সেলিম ওসমান।

মোহাম্মদ হাতেম দীর্ঘদিন ধরে বিকেএমইএর সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি নির্বাহী সভাপতির দায়িত্ব পান।

বিকেএমইএর নতুন পরিচালনা পর্ষদে সহসভাপতি থেকে নির্বাহী সভাপতির দায়িত্ব পেয়েছেন ফজলে শামীম এহসান। এ ছাড়া পরিচালক থেকে সহসভাপতি হয়েছেন মো. শামসুজ্জামান। নবগঠিত পর্ষদে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে আছেন মনসুর আহমেদ। সহসভাপতি পদে আরও আছেন অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত