Beta
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে : বিএমআই

SS-BMI-fitchSolution-Company-200324
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

চলতি অর্থবছর (২০২৩-২৪) জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিজনেস মনিটর ইন্টারন্যাশনাল (বিএমআই)।

বিএমআইর কান্ট্রি রিস্ক অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ঋণঝুঁকি নিয়ে গবেষণাকারী আন্তর্জাতিক সংস্থা ফিচ সলুশনস গ্রুপের একটি প্রতিষ্ঠান বিএমআই। পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে নিয়মিত অর্থনৈতিক গবেষণা করে থাকে তারা।

বিএমআই তাদের পূর্বাভাসে বলছে, “আমরা স্বল্পমেয়াদী পূর্বাভাসে মনে করছি, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে। কারণ আমরা আশা করি, ২০২৩-২৪ অর্থবছরে দেশটির প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৪ শতাংশ।”  

বিএমআই তাদের সর্বশেষ বিশ্লেষণে বাংলাদেশ নিয়ে এই পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতিতে জনগণের ক্রয়ক্ষমতা কমায় চলতি অর্থবছর এদেশের ব্যক্তিগত ব্যয় সংকোচন অব্যাহত থাকবে। তবে ভালো রেমিট্যান্স প্রবাহ থাকায় তা কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশে অস্থিরতা কিছুটা কমায় বিদেশি সরাসরি বিনিয়োগ কিছুটা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যাতে অবস্থার কিছুটা পরিবর্তন হবে বলে মনে করছে বিএমআই।   

প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানির অবস্থা কোভিড-১৯ মহামারীর আগের অবস্থায় না গেলেও তা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

সেখানে বলা হয়েছে, রাজস্ব আহরণের চাপ বৃদ্ধি জনগণের বিনিয়োগকে সীমিত করবে।

ইসরায়েল-হামাস যুদ্ধ এবং সংশ্লিষ্ট ভূ-রাজনৈতিক কারণে তেলের বাজারে অস্থিতিশীলতার সময় বাংলাদেশের টাকার দুর্বল মানের কারণে অর্থনীতি নিম্নমুখী হচ্ছে মনে করছে বিএমআই।  

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে জ্বালানির দাম বাড়ায় বাংলাদেশসহ অনেক দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত