দেশের বর্তমান পরিস্থিতিতে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনেক দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙিয়ে হামলা ও ভাঙচুর করছে।
শনিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান বিচারপতির অপসারণের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙিয়ে পাড়া মহল্লায় বাসা-বাড়ি, কলকারখানা ভাঙচুর করছে। গণতন্ত্রের এই অর্জনকে বিনষ্ট করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিতে হবে।”
রিজভী বলেন, “আমাদের আরও কিছু কাজ রয়েছে। বাংলাদেশকে একটি সুষ্ঠু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা থেমে নেই। এখন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের আরও কিছু কাজ করতে হবে।”
রিজভী বলেন, “যে গণতন্ত্রের জন্য, মুক্ত কণ্ঠে কথা বলার জন্য আমাদের লড়াই, আত্মত্যাগ সেই আত্মত্যাগ সার্থক হবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, “সবাইকে পাড়া মহল্লায় সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এই মুহূর্তে দলে ঢোকার চেষ্টা করবে। আপনারা কঠোর দৃষ্টি রাখবেন কোন দুষ্কৃতকারী যেন ওয়ার্ড থেকে থানা ইউনিয়ন কোনও জায়গায় ঢুকতে না পারে।”