Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সংস্কার দ্রুত হবে, আশা বিএনপির

নয়া পল্টনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা।
নয়া পল্টনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা।
[publishpress_authors_box]

একটি নির্বাচন আয়োজনের আগে সংস্কারের কাজগুলো দ্রুত শেষ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দিয়েছে বিএনপি।

সংস্কারের প্রাথমিক রূপরেখা তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণের প্রতিক্রিয়ায় এই তাগিদ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে মোটা দাগে সংস্কারের একটি রূপরেখা তারা পেয়েছেন।

“সেক্ষেত্রে অতিদ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্য, জনগণের প্রতিনিধিদের শাসন, জনগণের পরিচালনায় তাদের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন অবশ্যই খুব দ্রুততার সঙ্গে সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।”

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বুধবার ভাষণে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্ত জানান।

তিনি আশা প্রকাশ করেছেন, তিন মাসের মধ্যে এই কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করবে।

ফখরুল বলেন, “আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করি। এই কাজ করার জন্য তাদেরকে সময় সুযোগ সবই দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

“আমরা আশা করি যে তারা যথা শিগগিরই সম্ভব স্বল্প সময়ের মধ্যে এই কাজগুলো (সংস্কার) শেষ করে নির্বাচনের দিকে যাবেন।”

আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনে বিএনপির ঘোষিত দুই দিনের কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনা করতে দুপুরে নয়া পল্টনে একটি সমন্বয় সভা হয়। সেই সভার পর সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

দিবসটি উপলক্ষে ১৪ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকালে বিএনপি সমাবেশ করবে। সেখানে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, কবিতা পাঠ হবে। সাম্প্রতিক আন্দোলনের বিষয়বস্তু ধরে হবে এই সমাবেশ।

১৫ সেপ্টেম্বর বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

ফখরুল বলেন, “এই সমাবেশটি হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। অর্থাৎ আমরা যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, এখন গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশটি গুরুত্বের সাথে করতে চাই।”

১৫ সেপ্টেম্বর ঢাকার বাইরে বিভাগীয় শহরের মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি।

প্রশাসনে অস্থিরতা: ধৈর্য ধরার আ্হ্বান

সরকার পতনের পর প্রশাসনে যে অস্থিরতা চলছে, সেই সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল।

তিনি বলেন, “এই রকম বিপ্লবের পরে এই ধরনের সমস্যা থাকতেই পারে। এটা তো সম্পূর্ণ নতুন গভর্নমেন্ট। প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে সম্পূর্ণ রাজনীতিকরণ করতে গিয়ে, সব জায়গায় বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোকদের প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে।

“ফলে এটা একটু সময় লাগবেই। পুরোপুরিভাবে নতুন করে তো এই মুহূর্তে রিক্রুট করে এত অফিসার নিয়োগ করা সম্ভব না। যা আছে তাদেরকে দিয়ে করতে হবে। সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমার বিশ্বাস, অতি অল্প সময়ের মধ্যে সব কিছু সুষ্ঠু হয়ে যাবে।”

আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে রদবদল হচ্ছে। এর মধ্যে এতদিন ‘বঞ্চিত’ বিএনপি সমর্থকরা স্থানে আন্দোলনও করছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত