Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভে সাধারণ মানুষও

নগরীর আন্দরকিল্লা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একাংশ।
নগরীর আন্দরকিল্লা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একাংশ।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল চট্টগ্রাম শহরে। এর মধ্যেই শুক্রবার জুমার নামাজের আগে নগরীর আন্দরকিল্লা মোড়ে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মুসল্লিরা জুমার নামাজ শেষে বের হলে তাদের পেছনে রেখেই মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল যায় নগরীর নিউমার্কেট মোড়ে। পরে সেখান থেকে টাইগারপাস মোড় হয়ে জিইসি এবং দুই নম্বর গেইটে মিছিল শেষ হয়।

সেখানে বক্তারা নয় দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দেশব্যাপী মসজিদে দোয়া, কবর জিয়ারত, মন্দির, গির্জায় প্রার্থনার ডাক দেয়। জুমার নামাজের পর ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশেরও ডাক দেওয়া হয়।

চট্টগ্রামের কর্মসূচি শুরু হয় আন্দরকিল্লা মোড় থেকে। এতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সাধারণ মুসল্লি, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মাঝারি সারির নেতা-কর্মীরা। একপর্যায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরও গণমিছিলে যোগ দিতে দেখা যায়।

মোড়ে তখন হাজারো মানুষ উপস্থিত ছিল। মিছিলটি নিউমার্কেট মোড় পর্যন্ত যায়নি। সামনে আগায়নি হেফাজত ইসলামের কর্মীরা।

মিছিলের অগ্রভাগে অনেক নারী শিক্ষার্থী ছিল। তাদের সঙ্গে ছাত্র, সাধারণ মানুষও ছিল।

মিছিল শুরুর আগেই আন্দরকিল্লাহ মোড়ে পুলিশ-বিজিবি অবস্থান নিয়ে ছিল। কিন্তু পুলিশ কাউকেই বাধা দেয়নি। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। কিন্তু এর প্রতিক্রিয়ায় পুলিশ ছিল নীরব।

ফলে শুক্রবার কোন ধরনের সহিংসতা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে চট্টগ্রামে।

এর আগে গত বুধবার চট্টগ্রাম আদালত ভবন মোড়ে কর্মসূচিতে উত্তেজনা থাকলেও সেদিন কোন সহিংসতা হয়নি। বৃহস্পতিবার বৃষ্টি-জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত