Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

দলীয় এজেন্ডা আড়ালে শিক্ষার্থীদের ব্যবহার করেছে বিএনপি-জামায়াত : জয়

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

বাংলাদেশকে ধ্বংসের দলীয় এজেন্ডা আড়াল করতে বিএনপি-জামায়াত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সামাজিক যোগাযোগের প্লাটফর্ম এক্স-এ মঙ্গলবার দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।

একটি ভিডিও যুক্ত করে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “দেখুন বিএনপি-জামায়াত কীভাবে বাংলাদেশ ধ্বংসে তাদের দলীয় এজেন্ডা আড়াল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে।”

তিনি লিখেছেন, বাংলাদেশের জনগণ দেশের এই শত্রুদের কখনও ক্ষমা করবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়।

একই দিন আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “আওয়ামী লীগ সরকার ও আন্দোলনরত শিক্ষার্থীরা যখন সরকারি চাকরিতে কোটা সংস্কার বা বাতিলের বিষয়ে একমত, তখন শান্তিপূর্ণ ও অরাজনৈতিক কোটা আন্দোলনটি কীভাবে সহিংস আন্দোলনে পরিণত হলো?”

এর আগে সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় লেখেন, “বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসী তাণ্ডবে বিধ্বস্ত বাংলাদেশ।”

এই পোস্টে একটি ভিডিও যুক্ত করে তিনি লেখেন, “ভিডিওতে দেখুন কীভাবে সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পুরো রাষ্ট্রকেই বিধ্বস্ত করার মিশনে নেমেছে বিএনপি-জামায়াত-শিবির।”

জয় লিখেছেন, “এই দেশবিরোধী শক্তিকে ক্ষমা করবে না বাংলাদেশ। আমার দেশের সাধারণ শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়।”

এর আগে আরেক পোস্টে একটি ভিডিও শেয়ার করে জয় লি বলেছেন, এই ভিডিও থেকে তিনটি বিষয় পরিষ্কার হয়ে যায়। এগুলো হলো- কোনও শিক্ষার্থী সরকারি ও বেসরকারি সম্পদের প্রতি এতটা অবজ্ঞা প্রদর্শন করতে পারে না; এসব ঘটনার জন্যই কারফিউ জারি করতে হয়েছে এবং সরকারের পদক্ষেপ একটি ইতিবাচক দায়িত্ব ছিল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত