Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আত্মসমর্পণের পর বিএনপি যুগ্ম মহাসচিব সোহেল কারাগারে

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল।
[publishpress_authors_box]

তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদনের পর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম মো. আতাউল্লাহর আদালত এ আদেশ দেয়।

এদিন হাবিব-উন নবী খান সোহেলের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সকাল সন্ধাকে বলেন, “এর আগে, গত বছরের ২০ নভেম্বর একই আদালত হাবিব-উন নবী খান সোহেলসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছিল। এখন জামিন চাওয়া হলেও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।”  

এই মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুও রয়েছেন বলে জানান মেজবাহ।

২০১৫ সালের জানুয়ারি মাসে রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো ও তাদের কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে এই দণ্ড দেয় আদালত।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে একটি এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে ওই দুই মামলায় তাকে ৪ বছরের কারাদণ্ড দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ২০২৩ সালে এই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

২০১৫ সালে নিউমার্কেট থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায় গত বছর সোহেলকে দেড় বছরের সাজা দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত