Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

চার মহানগর ও ছয় জেলায় বিএনপির নতুন কমিটি

SS-BNP-logo
[publishpress_authors_box]

দেশের চার মহানগর ও ছয় জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে ছয় সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি, আলহাজ্ব এরশাদ উল্লাহকে আহবায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগরে ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি, বরিশাল মহানগরে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্য সচিব করে ৪২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির রেজাউল হাসান কয়েছ লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি ও ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৭০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

একইসঙ্গে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিএনপির পুরো কমিটি দেখুন এখানে :

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত