Beta
শনিবার, ১৫ জুন, ২০২৪
Beta
শনিবার, ১৫ জুন, ২০২৪

আড়াই মাস পর খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আড়াই মাস ধরে বন্ধ রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ছবি
আড়াই মাস ধরে বন্ধ রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ছবি
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

একটানা আড়াই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এদিন নয়াপল্টনের এই কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে দলটি।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি বন্ধ রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সকাল সন্ধ্যাকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন বলেও জানান শায়রুল।

২৮ অক্টোবরের পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ও বন্ধ ছিল। গত ৭ জানুয়ারি গুলশানের কার্যালয় খোলা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত