বিএনপি আগামীকাল বুধবার দুপুরে রাজধানী ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ৭ আগস্ট, দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যোগদানের জন্য অনুরোধ করা হলো।
সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বিকাল পৌনে ৫টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।
কার্যালয় খোলার পর দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল বারী ড্যানিসহ নির্বাহী কমিটির অনেক সদস্য সেখানে যান।
সোমবার কার্যালয় খুললেও নেতাকর্মীদের সরগরম দেখা যায় মঙ্গলবার সকাল থেকে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে নেতাদের ভিড়ে নয়াপল্টনে কার্যালয়ের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘর্ষের সময় গুলিতে এক ছাত্রদল নেতা নিহত হয়।
মঙ্গলবার তার মরদেহ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আনা হয়। তার জানাযায় শরিক হন উপস্থিত নেতাকর্মীরা।