পিলখানায় হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। ঘটনার ১৫ বছর পেরোলেও আপিলের কেন নিষ্পত্তি হয়নি সে প্রশ্ন তোলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
রবিবার বনানীর সামরিক কবরাস্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, “আমরা শুনেছি আপিলের ১৫ বছর পার হয়েছে। ২০১১ সালে আরেকটি বিস্ফোরক মামলা দেওয়া হয়েছে… সেই মামলার বিচারকাজ আজ পর্যন্ত কেনও বিলম্বিত হচ্ছে? একটি কথা আছে আমাদের বাংলা ভাষায়, বিচারের বানী নিভৃতে কাঁদে।”
বিচার বিলম্বিত হলে তার কোনও মূল্য থাকে না, ইংরেজি এমন একটি প্রবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজকে আমরা শুনেছি যে, সেই বিচার প্রক্রিয়া এখনো ঝুলে আছে, কেন ঝুলে আছে, কেন সেই অভিযোগে অনেককে কারাবন্দি করে রাখা হয়েছে। কেন তারা আজ পর্যন্ত বিনা বিচারে কারাবাস করছে?”
বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন সুশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে ন্যায়বিচার পায়, সেটাই প্রত্যাশা করেন বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, “একজন নির্দোষ ব্যক্তিও যেন শাস্তি না পায়। এই মামলায় যারা অভিযুক্ত, তাদের সুবিচার আমরা কামনা করি।
“বিচার কাজে কখনো ইন্টারফেয়ার করা উচিত নয়। এটা বিচারাধীন বিষয়। আমাদের যারা বিচারক রয়েছেন তারা যেন নীতিতে অবিচল থেকে ন্যায় বিচারের মাধ্যমে এই বিষয়টি অতি দ্রুত সুরাহা করেন, আমরা সেই প্রত্যাশা করি।”
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল জয়নাল আবেদীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।